Bigboss: রিয়েলিটি শো বিগ বসে সলমনের জায়গায় এলেন করণ

বর্তমানে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে রিয়ালিটি শো জগতে। দীর্ঘকালধরে সঞ্চালকের ভূমিকায় কাজ করা বলিউড অভিনেতা সালমান খান বর্তমানে কিছুদিনের জন্য হলেও কালার্স টিভিতে অনুষ্ঠিত…

Bigboss: রিয়েলিটি শো বিগ বসে সলমনের জায়গায় এলেন করণ

বর্তমানে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে রিয়ালিটি শো জগতে। দীর্ঘকালধরে সঞ্চালকের ভূমিকায় কাজ করা বলিউড অভিনেতা সালমান খান বর্তমানে কিছুদিনের জন্য হলেও কালার্স টিভিতে অনুষ্ঠিত হওয়া ‘বিগ বস ১৬’ (Big Boss) তে সঞ্চালকের ভূমিকায় কাজ করতে পারবেন না।

কারণ, বর্তমানে হঠাৎই জানতে পারা গেছে সাল্লু ভাই ডেঙ্গু আক্রান্ত হয়ে পড়েছেন। অভিনেতা অসুস্থ থাকার দরুন তার পরিবর্তে এই শো হোস্ট করবে বলিউড জগতের অন্যতম বিখ্যাত পরিচালক করণ জোহর।

Advertisements

অভিনেতার দীর্ঘ ১০ বছরের এই সঞ্চালক হয়ে থাকার যাত্রায় এই প্রথমবারের মতো অভিনেতাকে বিরতি নিতে দেখা যাবে। কার্যত বলা যেতেই পারে, বিগ বস প্রেমীদের কাছে এই খবর খুব একটা সুখকর নয়। অন্যদিকে দেখতে পাওয়া যাচ্ছে কারণ জোহার এর আগে ওটিটিতে অনুষ্ঠিত হয়ে যাওয়া প্রথমবারের মতো বিগ বস এর সঞ্চালক ছিলেন। এইজন্য নেট দর্শকরা কিছুটা হলেও আশাবাদী যে সঞ্চালক করণ জোহার তার শো সঞ্চালনের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জিত করে তুলবেন।