Sourav Ganguly:সৌরভের হাত দিয়ে জর্জ টেলিগ্রাফের বিজয়া সম্মেলনে সোনা জয়ীদের সংবর্ধনা

সংবর্ধিত সদ‍্য ন‍্যাশনাল গেমসে চ‍্যাম্পিয়ন বাংলা দলের ফুটবলাররা। ময়দানের প্রাচীন জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব তাঁবু জুড়ে যেন তিন দিন আগেই দীপাবলির উৎসব। আর এই উৎসবের…

সংবর্ধিত সদ‍্য ন‍্যাশনাল গেমসে চ‍্যাম্পিয়ন বাংলা দলের ফুটবলাররা। ময়দানের প্রাচীন জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব তাঁবু জুড়ে যেন তিন দিন আগেই দীপাবলির উৎসব। আর এই উৎসবের মাত্রা বেড়ে যায় ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির উপস্থিতিতে। সদ‍্য বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভের( Sourav Ganguly) হাত দিয়েই সোনা জয়ী বাংলা ফুটবল দলের কোচ ও ফুটবলারদের সংবর্ধনা জানাল জর্জটেলিগ্রাফ।

মঞ্চে দাঁড়িয়ে বাংলার ফুটবলারদের সৌরভ বলছিলেন, “আমি খুব খুশি হয়েছি তোমরা সোনা জিতে বাংলার মুখ উজ্জ্বল করেছো। আমি তোমাদের কাগছে ছবি দেখেছি। খুব ভাল খেলেছো। এভাবেই খেলে যাও মন দিয়ে। মাঠে সেরাটা দাও। মনে রাখবে একজন খেলোয়াড়ের সময়টা খুব ছোট। তাই এখন শুধু খেলে যাও। অন‍্য কিছু নিয়ে ভাববে না”।

কোচ বিশ্বজিত ভট্টাচার্যের প্রশংসা করেন সৌরভ থেকে সুব্রত দত্ত,অজিত ব‍্যানার্জি,অনির্বান দত্ত। বক্তব্য রাখতে গিয়ে বাংলার কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য বলছিলেনন,”আমি মাত্র সাতদিন সময় পেয়েছিলাম। আমি মনে করি, সাত দিনে কোচ সব কিছু করতে পারে না। আজ বাংলা সোনা জিতেছে ফুটবলারদের জন‍্য। ওরা যা ফুটবলটা খেলেছে তার সব কৃতিত্ব ফুটবলারদের। আমি শুধু সর্দারের ভূমিকা পালন করেছি। আমি ভাগ‍্যবান তোমাদের মতো ফুটবলারদের পেয়েছি।”

আইএফএ সচিব অনির্বান দত্ত ঘোষণা করেন,কালীপুজোর পর খুব শীঘ্রই সোনা জয়ী বাংলা দলকে সংবর্ধনা জানাবে আইএফএ। সেই দিন গোটা দলকে আর্থিক পুরস্কারও দেবে আইএফএ। এছাড়াও বেঙ্গল অলিম্পিক অ‍্যাসোসিয়েশন ও মন্ত্রী সুজিত বসুও খুব শীঘ্রই বাংলা দলকে সংবর্ধনা জানাবে বলে জানা গিয়েছে।

প্রতি বছরের মতো এবারও ময়দানের সকল স্তরের ব‍্যক্তিত্বের সামিল করেছিল ময়দানের ‘দত্ত পরিবার’। ময়দানের ছোট-বড়-মেজো-সেজো – সব ক্লাবের কর্তারা সামিল হয়েছিলেন জর্জটেলিগ্রাফের বিজয়ার উৎসবে। ছিলেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য,অমিত ভদ্র, অলোক মুখার্জি,অতনু ভট্টাচার্য,কৃষ্ণেন্দু রায়, প্রদীপ দত্ত,গৌতম ঘোষ প্রমুখ। এসেছিলেন মোহনবাগানের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু, ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত সরকার,বিওএ সভাপতি স্বপন ব‍্যানার্জি। সিএবির সৌরভ ছাড়াও এসেছিলেন স্নেহাশিস গাঙ্গুলি,অভিষেক ডালমিয়া, গৌতম দাশগুপ্ত,সুবীর (বাবলু) গাঙ্গুলির মতো ব‍্যক্তিত্ব। শুরু থেকেই ছিলেন আইএফএ সভাপতি অজিত ব‍্যানার্জি সহ একাধিক কর্তারাও। প্রতি বছরের মতো জর্জের এই অনুষ্ঠানে হাজির ছিলেন ক্রীড়াপ্রেমী মন্ত্রী সুজিত বসু। এ যেন কলকাতা ময়দানের ক্রীড়া জগতের মিলন মেলা।

জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবে কবে থেকে এই বিজয়া সম্মেলন হচ্ছে? জর্জের সর্বময় কর্তা ও বিশ্বনাথ দত্তর পুত্র সুব্রত দত্ত এক আড্ডায় বলেছিলেন,”আমি তখন সদ‍্য মাঠ করা শুরু করেছি। সালটা ঠিক মনে নেই। বাবা-কাকার সময় থেকেই ময়দানের সবাইকে নিয়ে বিজয়া সম্মেলন শুরু হয়েছিল জর্জে। এখনও সেটা ধরে রাখতে পেরেছি। ভাল লাগে ময়দানের সবাই স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে আসেন। এটা শুধু জর্জের অনুষ্ঠান নয়। গোটা ময়দানের সকল ক্রীড়াব‍্যক্তিত্বদের অনুষ্ঠান। সবাই মিলে কিছু ভাল মুহূর্ত আমরা কাটাই।”