Ukraine War: কৃষ্ণসাগরে আতঙ্ক, আলোর ছদ্মবেশে মৃত্যুর দূত নামছে ইউক্রেনে

আকাশ জুড়ে আলোর খেলা। রাশি রাশি আলোর মালা ঝুলতে ঝুলতে নামছে। এ দ়ৃশ্য দেখে যে কেউ চমকে যাবেন। আসলে আলোর ছদ্মবেশে ঝাঁপিয়ে পড়ছে মৃত্যুর দূত।…

Ukraine War: কৃষ্ণসাগরে আতঙ্ক, আলোর ছদ্মবেশে মৃত্যুর দূত নামছে ইউক্রেনে

আকাশ জুড়ে আলোর খেলা। রাশি রাশি আলোর মালা ঝুলতে ঝুলতে নামছে। এ দ়ৃশ্য দেখে যে কেউ চমকে যাবেন। আসলে আলোর ছদ্মবেশে ঝাঁপিয়ে পড়ছে মৃত্যুর দূত। উপরে আলোর মালা, নিচে মৃত্যু বিভীষিকা ইউক্রেন জুড়ে। (Ukraine War) রুশ হামলা চলছে।

Advertisements

Ukraine War: কৃষ্ণসাগরে আতঙ্ক, আলোর ছদ্মবেশে মৃত্যুর দূত নামছে ইউক্রেনে

   

ইউক্রেনের উপর রাশিয়ার আরও জবরদস্ত হামলার সংকেত মিলছে। এমনই জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলি। বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবর যে কোনও সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কৃষ্ণসাগরের (Black Sea) বুকে পরমাণু বিস্ফোরণ ঘটানোর নির্দেশ দিতে পারেন।

Ukraine War: কৃষ্ণসাগরে আতঙ্ক, আলোর ছদ্মবেশে মৃত্যুর দূত নামছে ইউক্রেনে

বিবিসির খবর, কৃষ্ণসাগরে টহলরত রাশিয়ার নৌ বাহিনীর তৎপরতা তুঙ্গে। এই সাগরের ক্রিমিয়া দ্বীপটি ইউক্রেন থেকে আগেই ছিনিয়ে নিয়ে রাশিয়া তাদের নৌ ঘাঁটি বানিয়েছে। ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগ রক্ষা করা সেতুতে ইউক্রেনের তরফে বিস্ফোরণ ঘটানো হয়। এর জবাবে রুশ সেনা প্রবল আক্রমণ শুরু করেছে।

  • পিটিআই জানাচ্ছে ইউক্রেনে নিরাপত্তা জনিত পরিস্থিতির অবনতি হয়েছে।
  • ভারতীয়দের ইউক্রেন যেতে নিষেধ করেছে ভারত সরকার।
  • ভারতীয় পড়ুয়া ও নাগরিকদের যত দ্রুত সম্ভব ইউক্রেন ছেড়ে চলে আসতে বলা হয়েছে।

ইউক্রেনে সেনা অভিযানের মাঝে কি রুশ প্রেসিডেন্ট পরমাণু বোমা ফাটাবেন? বিশ্ব জুড়ে উঠছে প্রশ্ন। কৃষ্ণসাগরে পরমাণু বিস্ফোরণ ঘটানোর জল্পনায় তীরবর্তী বাকি দেশগুলি উদ্বেগে।

Advertisements

রুশ সংবাদসংস্থা তাস জানাচ্ছে, ইউক্রেনীয় সেনার সঙ্গে খেরসনে রুশ বাহিনীর সম্মুখ সংঘাতের প্রবল সম্ভাবনা।

Ukraine War: কৃষ্ণসাগরে আতঙ্ক, আলোর ছদ্মবেশে মৃত্যুর দূত নামছে ইউক্রেনে

টাইম ম্যাগাজিন জানাচ্ছে রুশ প্রেসিডেন্ট পুতিন পরমাণু বিস্ফোরণ ঘটাতে পারেন এই আশঙ্কায় ইউক্রেনের জেলেনস্কির সরকার নাগরিকদের পটাশিয়াম আয়োডিন ট‌্যাবলেট বিতরণ করছে। বিশেষজ্ঞরা বলছেন, পটাশিয়াম আয়োডিন ট‌্যাবলেট শরীরে পরমাণু তেজস্ক্রিয়তার ক্ষতি কমাতে সক্ষম।

আল জাজিরার খবর, ইউক্রেনের সমস্ত পরমাণু হামলা প্রতিরোধকারী বাঙ্কার ও আশ্রয় কেন্দ্রগুলিকে প্রস্তুত রাখা হয়েছে।