গত ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ‘লাস্ট বয়’ ইস্টবেঙ্গল এফসির (East Bengal FC) চলতি ISL টুর্নামেন্টে দুটি ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও জয়ের মুখ দেখেনি। আগামী বৃহস্পতিবার, তৃতীয় ম্যাচে লিগ টেবিলের সবচেয়ে নীচে থাকা দল নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে জয়ের সুবর্ণ সুযোগ সামনে রয়েছে লাল-হলুদ শিবিরের।
কাগজে কলমে ISL টুর্নামেন্টের লিগ টেবিলের সবচেয়ে নীচে থাকা দল নর্থইস্ট ইউনাইটেড থাকলেও ইস্টবেঙ্গল হেডকোচ স্টিফেন কনস্টাটাইনের হাইল্যান্ডারদের হাল্কাভাবে নিতে নারাজ। প্রতিপক্ষকে সম্মান জানাতে গিয়ে কনস্টাটাইন জানান,”বেঙ্গালুরুর বিরুদ্ধে ওরা দুর্ভাগ্যবশত হেরেছে। একটা পয়েন্ট ওরা পেতেই পারত। ওরা সে দিন যথেষ্ট ভাল খেলেছে।” সঙ্গে লাল হলুদ কোচ আরও জানান,”এই লিগে কোনও ম্যাচই সোজা নয়। ফল দেখলেই তা বোঝা যায়। আমাদের শৃঙ্খলাবদ্ধ এবং আগ্রাসী হতে হবে এবং ম্যাচটা জেতার চেষ্টা করতে হবে।”
অন্যদিকে, বুধবার নর্থইস্ট ইউনাইটেড এফসির হেডকোচ মার্কো বুলবুল প্রি ম্যাচ প্রেস মিটে এসে বলেন,”আমরা সঠিক ধরনের মনোভাব নিয়ে খেলার মধ্যে যাব। খেলোয়াড়রা প্র্যাকট্রিসের সময় দেখিয়েছে যে তারা মনোযোগী এবং প্রতিঞ্জাবদ্ধ।” হাইল্যান্ডারদের হেডস্যারের কথায়, “এটা একটা কঠিন ম্যাচ হলেও আমরা তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্যে ঝাঁপাব। “
সব মিলিয়ে, গুয়াহাটি স্টেডিয়ামে এই ম্যাচ হাড্ডাহাডি হতে চলেছে তা নিশ্চিত। মহাডার্বি ম্যাচের আগে ইস্টবেঙ্গল এফসি এই ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট ছিনিয়ে নিয়ে ২৯ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে চিরপ্রতিদ্বন্দ্বী ATK মোহনবাগানের বিরুদ্ধে সেয়ানে সেয়ানে টক্কর দেবে এটাই প্রত্যাশা করছে লাল হলুদ ভক্তরা।প্রসঙ্গত, বিগত টানা ৬ টা ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন।