Subhendu vs Mamata: মমতা বন্দ্যোপাধ্যায় ‘মূর্খ’, বেনজির আক্রমণ শুভেন্দুর

রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ফের একবার সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে একাধিক ক্ষেত্রে দুর্নীতি প্রসঙ্গ টেনে এনে রাজ্য সরকারকে এক হাত নিলেন শুভেন্দু। শিক্ষাক্ষেত্রে…

রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ফের একবার সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে একাধিক ক্ষেত্রে দুর্নীতি প্রসঙ্গ টেনে এনে রাজ্য সরকারকে এক হাত নিলেন শুভেন্দু। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে টাকার পাহাড়। এছাড়াও রাজ্যের একাধিক প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। যা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ শানাচ্ছে বিরোধী শিবির। তা নিয়ে রাজ্যের শাসক দলকে আক্রমণ করতে ছাড়লেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu adhikari)। 

নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন,”বাংলায় পিসি ও ভাইপো শেষ কথা৷ এই সব আর বেশিদিন চলবে না৷ তৃণমূল নেতারা এখন আর দলে থাকতে চাইছে না৷ কারণ এখন আর তৃণমূলে টাকা নেই। মিছিলে লোক নেই৷ পার্টি অফিসের লোক নেই৷ মাল পাওয়া যাচ্ছে না বলে এখন বাইরের রাজ্যে চলে যাচ্ছে।”

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মুর্খ’ বলে কটাক্ষ করেছেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীর দিকে আঙ্গুল তুলে তিনি বলেন,” উনি যে মূর্খ সেটা ওনার কথাতেই বোঝা যায়৷ না হলে ভাবুন না কেউ বলে কোনো সদ্যজাত শিশুর ওজন ১৫০০ কেজি৷ এধরনের কথা তিনি বললে দোষ নেই। অন্য কেউ বললেই দোষ। একজন সাংবাদিক কিছু বললেই তাঁকে জেলে আটকে রাখা হচ্ছে৷”

মালবাজারে হরপ্পানে মৃত পরিবারের পাশে দাঁড়িয়ে, এমনকি উদ্ধারকারীদের সাধুবাদ জানাতে তাদের হাতে অর্থ তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক কর্মসূচি সারছেন তিনি। তা নিয়েও বিরোধী দলনেতার বক্তব্য,”শিলিগুড়িতে গিয়ে আবার না বলে বসে, শীতকাল আসছে শুঁয়োপোকা হবে সেগুলো ধরে লোম দিয়ে শোয়েটার তৈরি করুন৷” মমতাকে কটাক্ষ করে বিরোধী দলনেতার বলেছেন,”আবার হয়তো কলকাতায় ফিরে বলবেন কালীপুজোর সময় টুনি লাগবে না৷ জোনাকি পোকা ধরে নিন৷” মমতাকে উদ্দেশ্য করে বিরোধী দলনেতা শুভেন্দু বন্দ্যোপাধ্যায় যেভাবে বেনজির আক্রমণ করেছেন তা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। 

একইসঙ্গে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বিজেপি বিধায়কের মন্তব্য,”তৃণমূল কিভাবে সিপিএমদের উৎখাত করেছিল সেটা আমি খুব ভালো করে জানি৷” মুখ্যমন্ত্রী ও তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে এনে “তেলেঙ্গানার মতো বাংলাতেও পরিবারবাদ নষ্ট করবেন” বলে বার্তা শুভেন্দুর। এখানে না থেমে শুভেন্দু অধিকারী তৃণমূলকে উৎখাত করার জন্য মানুষকে বিজেপির পাশে থাকার আহবান জানিয়েছেন।