কথায় আছে, সব শুভ কাজ করতে গেলে মিষ্টি মুখ করতে হয়। আবার কোনো কাজে সফলতা পেলেও মানুষ মিষ্টি মুখ করে থাকে। আচ্ছা, আপনারা কখনো মেঘ না চাইতেই বৃষ্টি দেখেছেন, হয়তো নয়।
কিন্তু, বাস্তব জগতে খানিক এমনই এক ঘটনা ঘটেছে বেশ কয়েক বছর আগে। আচ্ছা তার আগে মনে করে বলুন আপনি ঠিক কয় ধরনের বৃষ্টি দেখেছেন, কেউ বলবেন সাধারণ বৃষ্টি আবার কেউ কেউ বলবেন শিলা বৃষ্টি আবার কেউ কেউ বলেন অ্যাসিড বৃষ্টি। কিন্তু কেউ কী কখনো মিষ্টি বৃষ্টি দেখেছেন? কিন্তু এই মিষ্টি বৃষ্টিই ঘটেছে বাস্তবের মাটিতে।
ঐ ২০২০ সালের দিকে সুদূর সুইজারল্যান্ডে হয়েছে মিষ্টি বৃষ্টি। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে অগুনীত মানুষ, হঠাৎ করে তারা বুঝতে পারলেন এক অদ্ভুত ধরনের চটচটে বাদামি বর্ণের আঠালো পদার্থ। কিন্তু কী এই জিনিস? স্পর্শ করতেই স্পষ্ট করে বোঝা গেলো, এ তো নিখাদ চকলেট। এই ঘটনা ২০২০সালে আগস্ট মাসের ঘটনা। সুইজারল্যান্ডে অল্টেন শহরের আকাশে দেখা মিলেছিল চকলেট বৃষ্টি। অল্টেন শহরে রয়েছে বিখ্যাত এক চকলেট প্রস্তুতকারক ‘লিন্ড’-এর কারখানা।
আসলে যে ঘটনাটি ঘটেছিল সেটি হল, চকলেট প্রস্তুতকারক কারখানায় বিগড়ে গিয়েছিল ধোয়া নিষ্কাশনের ভেন্টিলেশন যন্ত্র। এই ধর বদলে ক্রমাগত নির্গত হচ্ছিল কোকো পাউডার এবং চোপচিপ নিষ্কাশন করতে থাকে সেটি। মুহূর্তের মধ্যে সেই কারখানার সামনে থাকা রাস্তাসহ ঘরবাড়ি এমনকি পুরো শহর ঢেকে যায় কোকো পাউডারে। অবশ্য এইসব পরিস্কারের দায়িত্ব নিজের কাজেই তুলে নেন খোদ কারখানা কর্তৃপক্ষ।