Malbazar: বিধায়কের বিলাসবহুল কটেজেই থাকবেন মমতা

বিজয়া দশমীর দিন মাল নদীতে হড়পা বান এসেছিল। দর্শনার্থীদের মধ্যে ৮ জন মারা যান। সোমবার উত্তরবঙ্গ সফরের শুরুতে জলপাইগুড়ি জেলার মালবাজারে যান মুখ্যমন্ত্রী।     মালবাজারে…

short-samachar

বিজয়া দশমীর দিন মাল নদীতে হড়পা বান এসেছিল। দর্শনার্থীদের মধ্যে ৮ জন মারা যান। সোমবার উত্তরবঙ্গ সফরের শুরুতে জলপাইগুড়ি জেলার মালবাজারে যান মুখ্যমন্ত্রী।

   

মালবাজারে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। গত ৫ ই অক্টোবর হড়পা বানে নিহত তপন অধিকারী, শুভাশীষ রাহার বাড়িতে যান মুখ্যমন্ত্রী। মৃতদের আত্মীয়দের সঙ্গে কথা বলেন তিনি। মৃতের স্ত্রীকে বিধবা ভাতার আবেদনের জন্য বলেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আরও দুটি পরিবারের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তিনি। পুলিশের তরফে জানানো হয়েছে তাঁরা বাইরে রয়েছেন। যেভাবে প্রশাসন থেকে স্থানীয় মানুষ ৪৫০ জনের প্রাণ বাঁচিয়েছেন তার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

সোমবার মমতা মালবাজারেই থাকবেন। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার বিধায়ক দুলাল দাসের একটি বাগানবাড়িতে থাকবেন মু়খ্যমন্ত্রী। মঙ্গলবার মালবাজার আদর্শ বিদ্যালয় স্কুলে প্রশাসনিক বৈঠক করবেন।

মুখ্যমন্ত্রীর থাকার জন্য বিধায়কের কটেজ সরকারি অর্থে সারানো নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায়। অভিযোগ বিপুল অর্থের নয়ছয় চলছে। আর হড়পা বানে ক্ষতিগ্রস্তদের মাত্র ২ লক্ষ টাকা প্রদান দিয়েছে রাজ্য সরকার।

শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানিয়েছেন মুখ্যমন্ত্রীর একটা মানবিক মুখ রয়েছে যা সারা দেশের মানুষ জানেন।