যুদ্ধবিধ্বস্থ ইউক্রেন, হামলাকারী রাশিয়া ও তাদের সমর্থনকারী বেলারুশে একসঙ্গে ঢুকল নোবেল শান্তি (Nobel Prize) পুরষ্কার।
চলতি বছর নোবেল শান্তি পুরস্কার পেলেন বেলারুশের মানবাধিকার কর্মী। সেইসঙ্গে রাশিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশন মেমোরিয়াল এবং ইউক্রেনিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশন সেন্টার ফর সিভিল লিবার্টিস।
নোবেল পুরস্কারের ঘোষণায় বলা হয়, বেলারুশ, রাশিয়া ও ইউক্রেনে মানবাধিকার, গণতন্ত্র ও শান্তিপূর্ণ সহাবস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এবার এই পুরস্কার দেওয়া হয়েছে।
নোবেল কমিটি জানিয়েছে, শান্তি ও গণতন্ত্রের জন্য নাগরিক সমাজের তাৎপর্য তুলে ধরেছেন নোবেলজয়ী ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান। আরও বলা হয়েছে, দীর্ঘদিন ধরে মানবাধিকার সংরক্ষণে কাজ করছেন তারা। নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় কাজ চলছে।
নোবেল কমিটি জানাচ্ছে, সোমবার চিকিৎসাশাস্ত্রে নোবেল দেওয়া হয়েছে। মঙ্গলবার পদার্থ বিজ্ঞানে নাম ঘোষিত হয়। বুধবার রসায়নে নোবেল জয়ী নাম ঘোষণা করা হয়, বৃহস্পতিবার সাহিত্য ও শুক্রবার শান্তিতে নোবেল প্রাপকদের নাম ঘোষণা করে হলো। ১০ অক্টোবর শেষ দিন অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
বিবিসির খবর, নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে নোবেলজয়ীদের নাম প্রকাশ করে। ৫০ বছর ধরে পুরস্কার ঘোষণার আগে মনোনীতদের নাম গোপন রাখার নিয়ম চলে আসছে।
সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ দিয়ে ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। বিশ্ব শ্রেষ্ঠ এই পুরষ্কার। প্রতিবছর চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি এই বিভাগগুলিতে নোবেল দেওয়া হয়।