জুলাই থেকে বাড়ছে এসি, রেফ্রিজারেটরের দাম

  এসি, রেফ্রিজারেটর কেনার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য রইল প্রতিবেনটি। জানা গিয়েছে, জুলাই মাস থেকে, ৫ স্টার রেটিং সহ নতুন এয়ারকন্ডিশন, ফ্রিজের দামে বড়সড়…

 

এসি, রেফ্রিজারেটর কেনার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য রইল প্রতিবেনটি। জানা গিয়েছে, জুলাই মাস থেকে, ৫ স্টার রেটিং সহ নতুন এয়ারকন্ডিশন, ফ্রিজের দামে বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে।

   

জুলাই মাস থেকেই এসি-র এনার্জি রেটিংয়ে বড়সড় পরিবর্তনের প্রস্তুতি চলছে। বর্তমানে এসি ও ফ্রিজকে যে স্টার রেটিং দেওয়া হয়, তা আরও কড়া করা হচ্ছে, যা বর্তমান সমস্ত এসি এবং ফ্রিজের রেটিং এক তারা কমিয়ে দেবে। এই পরিস্থিতিতে, আপনি যদি এই গ্রীষ্মের মরসুমে একটি ৫-স্টার এসি কিনে থাকেন তবে এটি এখন কেবল ৪টি স্টার বিশিষ্ট হবে। আর কম বিদ্যুৎ খরচ করে এমন ফাইভ স্টার এসি কিনতে হলে বেশি দাম দিতে হয়। মনে করা হচ্ছে, এর জেরে এসির দাম ৭ থেকে ১০ শতাংশ বাড়তে পারে।

এই মুহূর্তে জুলাই মাস থেকেই এসিতে লাগু হতে চলেছে স্টার রেটিংয়ের নিয়মে পরিবর্তন। তবে আগামী বছরের জানুয়ারি মাস থেকে রেফ্রিজারেটরের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। মনে করা হচ্ছে, ফোর-স্টার বা ফাইভ স্টার রেটেড এসি বা রেফ্রিজারেটর তৈরিতে সংস্থাগুলির খরচ বাড়বে, যা তারা গ্রাহকদের উপর চাপিয়ে দেবে। ফলে জুলাই মাস থেকে এসি এবং আগামী বছরের জানুয়ারি থেকে রেফ্রিজারেটর ব্যয়বহুল হতে বাধ্য।

নতুন এনার্জি রেটিং-এর গাইডলাইন অনুযায়ী, এসি ও রেফ্রিজারেটর তৈরির ক্ষেত্রে সংস্থাগুলির উপর ইউনিট প্রতি ২,০০০ থেকে ২,৫০০ টাকা অতিরিক্ত বোঝা পড়বে। যদিও এর জন্য আপনার বিদ্যুতের খরচ কমবে বলে খবর।