বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী তথা দেশটির ক্ষমতাসীন আওয়ামী লীগ (Awami League) দলের সুপ্রিমো শেখ হাসিনা (Sheikh Hasina) সাংবাদিক সম্মেলনে নিজেরই বিদায় বার্তা দিলেন। আসন্ন জাতীয় নির্বাচনের আগে তাঁর এই বার্তায় শুরু হয়েছে প্রবল রাজনৈতিক আলোড়ন। কারণ তিনি টানা দু দশকের প্রধানমন্ত্রী থাকা বিশ্বের অন্যতম নারী প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার ঢাকায় সাংবাদিক সম্মেলন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দলের একজন কাউন্সিলরও যদি চান তাহলে আমি দায়িত্ব ছেড়ে দেব। আমি চাই দলে নতুন নেতৃত্ব আসুক।’
আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। শেখ হাসিনা দলীয় পদ থেকে সরে যাওয়ার বার্তা কি তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়ের জন্য জায়গা তৈরি করা? উঠছে এই প্রশ্ন। যদিও হাসিনা পুত্র ইতিমধ্যেই আওয়ামী লীগের অভ্যন্তরে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী মুখ হিসেবে পরিচিত।
সাংবাদিক সম্মেলনে হাসিনা নিজের রাজনৈতিক অভিজ্ঞতা বলেন। এরপর সাংবাদিকরা প্রশ্ন করেন তাঁর নেতৃত্বের মেয়াদ নিয়ে। জবাবে শেখ হাসিনা জানান তিনি দ্রুত দলীয় নেতৃত্ব থেকে সরে যেতে চান।