ইস্টবেঙ্গল দলের ট্রেনিং কিটস নিয়ে সমর্থকদের কৌতুহল তুঙ্গে

বুধবার বিকেলে এফসি ইস্টবেঙ্গল (East Bengal) টিম গোয়ার উদ্দ্যেশে বিমানে চেপে বসল। তার আগে এদিনই এফসি ইস্টবেঙ্গলের টুইটার হ্যান্ডেলে নতুন ট্রেনিং কিটস পড়ে প্র‍্যাকট্রিসের ছবি…

Fans are very curious about the training kits of the East Bengal team

বুধবার বিকেলে এফসি ইস্টবেঙ্গল (East Bengal) টিম গোয়ার উদ্দ্যেশে বিমানে চেপে বসল। তার আগে এদিনই এফসি ইস্টবেঙ্গলের টুইটার হ্যান্ডেলে নতুন ট্রেনিং কিটস পড়ে প্র‍্যাকট্রিসের ছবি পোস্ট করা হয়েছে। এই ছবি পোস্ট হতেই মুহুর্তে তা ভাইরাল হয়ে উঠেছে সামাজিক মাধ্যমে।

নতুন ট্রেনিং কিটস পড়ে লাল হলুদ খেলোয়াড়দের ছবি পোস্টের সঙ্গেই সমর্থকদের মধ্যে নতুন ট্রেনিং কিটস নিয়ে কৌতুহলের সীমা নেই। লাল হলুদ সমর্থকরা প্রিয় দলের ট্রাভেল কিটস দেখার জন্য মুখিয়ে রয়েছে।

প্রসঙ্গত, ২০২২-২৩ ইন্ডিয়ান সুপার লিগ(ISL) মরসুম শুরু হতে চলেছে ৭ অক্টোবর, শুক্রবার। ISL’র উদ্বোধনী ম্যাচে এফসি ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স এফসি, এই ম্যাচ হবে কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে।খেলা শুরু হবে সন্ধ্যে ৭.৩০ মিনিটে।

গত ISL টাইটেলশিপে ইস্টবেঙ্গল জার্সির গায়ে ‘লাস্ট বয়ে’র তকমা সেটে রয়েছে। এফসি গোয়ার বিরুদ্ধে জয় ছাড়া লাল হলুদ শিবিরের ভাঁড়ার শূন্য। লিগে ১১ তম স্থানে শেষ করেছিল মারিও রিভেরার এসসি ইস্টবেঙ্গল। নতুন মরসুমে এফসি ইস্টবেঙ্গল হেডকোচ স্টিফেন কনস্টাটাইন।পোড়খাওয়া এই বিদেশি কোচ ভারতীয় ফুটবল নিয়ে ওয়াকিবহাল। লাল হলুদ সমর্থকদের আশা প্রিয় দলের ক্লাব তাবুতে আই লিগ ঢোকেনি, গত ISL মরসুমে লাস্ট বয় হওয়া সত্ত্বেও দল ঘুরে দাঁড়াবে সঙ্গে লাস্ট বয়ের লজ্জার তকমা যা লাল হলুদ জার্সিতে সেটে রয়েছে, তাও উবে যাবে কর্পূরের মতোই।