David Williams: চারদিন পরেই ডেভিড উইলিয়ামসের সামনে বড় পরীক্ষা

মাঝে আর চারটে দিন। তারপরেই এ লিগে অভিযান শুরু করবে পার্থ গ্লোরি। অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছেন ডেভিড উইলিয়ামস (David Williams)। যোগ দিয়েছেন পার্থ গ্লোরিতে। Advertisements এটিকে…

David Williams

মাঝে আর চারটে দিন। তারপরেই এ লিগে অভিযান শুরু করবে পার্থ গ্লোরি। অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছেন ডেভিড উইলিয়ামস (David Williams)। যোগ দিয়েছেন পার্থ গ্লোরিতে।

Advertisements

এটিকে মোহন বাগান  (ATK Mohun Bagan) সমর্থকদের অন্যতম পছন্দের ফুটবলার ছিলেন ডেভিড উইলিয়ামস। কলকাতার ক্লাবের হয়ে বেশ কিছু স্মরণীয় মুহূর্ত, গোল উপহার দিয়েছিলেন তিনি। এটিকে মোহন বাগান থেকে রিলিজ হওয়ার পর তিনি কোন দলে যান সে বিষয়ে ফুটবল উৎসাহীদের আগ্রহ ছিল।

   

এটিকে মোহন বাগান ছাড়ার পর মুম্বই সিটি ফুটবল ক্লাবে সই করেছিলেন ডেভিড উইলিয়ামস। ক্লাবের পক্ষ থেকে ডেভিডের যোগদানের ব্যাপারেও ঘোষণাও করা হয়েছিল। কিন্তু সেই চুক্তি টিকল অল্প কিছু দিন। ব্যক্তিগত কারণের জন্য ভারতে ফুটবল খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। ফিরে গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। এখন পার্থ গ্লোরি ক্লাবের ফুটবলার।

Advertisements

রবিবার, ৯ অক্টোবর এ লিগে অভিযান শুরু করবে পার্থ গ্লোরি। উল্টো দিকে থাকবে ওয়েস্টার্ন সিডনি। এই ম্যাচে ডেভিড মাঠে নামেন কি না সে দিকে চোখ রাখবেন তাঁর ভক্তরা। নতুন দলের সঙ্গে ইতিমধ্যে চুটিয়ে অনুশীলন করেছেন। মাঠে নেমে ফের প্রতিপক্ষের গোলের পথ খোঁজা।