মাদ্রিদ নয়, বার্সেলোনার বৈঠকে যোগ দিতে চলেছেন এই লাল-হলুদ কর্তা

বর্তমানে স্পেন সফর করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা কমবেশি সকলেরই জানা। তবে তিনি একানন মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী হয়েছেন কলকাতা ময়দানের দুই প্রধান তথা মোহনবাগান সুপারজায়ান্টস ও মহামেডান স্পোর্টিং ক্লাবের।

East Bengal Ground

বর্তমানে স্পেন সফর করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা কমবেশি সকলেরই জানা। তবে তিনি একানন মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী হয়েছেন কলকাতা ময়দানের দুই প্রধান তথা মোহনবাগান সুপারজায়ান্টস ও মহামেডান স্পোর্টিং ক্লাবের। তবে ময়দানের আরেক প্রধান তথা ইস্টবেঙ্গলের তরফ থেকে একজন প্রতিনিধি থাকার কথা থাকলেও নানাবিধ সমস্যার দরুন তার পক্ষে থাকা সম্ভব হয়নি।

তবে গত কয়েকদিন আগে লাল-হলুদ কর্তা ডঃ প্রনব দাশগুপ্তের থাকার কথা জানানো হলেও শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। যার অন্যতম কারন হিসেবে উঠে এসেছিল তার শারীরিক অসুস্থতা ও ভিসা জনিত সমস্যা।

যারফলে, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল যে তাহলে কি এবারের এই সফরে থাকছে না লাল-হলুদ? অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সামনে আসল নয়া তথ্য। যতদূর জানা গিয়েছে, আগামী ১৬ই সেপ্টেম্বর স্পেনের বার্সেলোনায় উপস্থিত থাকতে চলেছেন ইস্টবেঙ্গল কর্তা রূপক সাহা। সেইমতো অনুমতি ও মিলেছে এবার। তাই মাদ্রিদে আসা সম্ভব না হলেও পরবর্তী বৈঠকে বাংলার বাকি দুই প্রধানের কর্তাদের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই বৈঠকে যোগ দেবেন এই ক্লাব কর্তা।

আরও জানা গিয়েছে, মাদ্রিদে উপস্থিত থাকার কথা মাথায় রেখেও নাকি নিজের প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন এই ক্লাব কর্তা। সেইমতো নাকি দেশের রাজধানীতে ও এসে গিয়েছিলেন তিনি। শুধু ছিল বিমান ধরার অপেক্ষা। তবে বাঁধ সাধে ভিসা সংক্রান্ত সমস্যা। যারফলে, আর তখন যাওয়া সম্ভব হয়নি তার পক্ষে। তবে এবার বাকিদের সঙ্গেই বৈঠক সারবেন রূপক সাহা।