উৎসব উপলক্ষে বামপন্থী বই বিপনী কেন্দ্র ভাঙচুর করার প্রতিবাদ করতে গিয়ে কলকাতায় গ্রেফতার CPIM সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁকে গ্রেফতার করার ঘটনায় আলোড়িত রাজ্য। আলোড়ন ছড়াল রাজধানী দিল্লিতেও। কেন সাংসদকে গ্রেফতার করা হয়েছে এই প্রশ্ন উঠছে।
এদিকে রাশবিহারী মোড়ে প্রবল উত্তেজনা। সিপিআইএম সমর্থকরা এলাকা ঘিরে রেখেছেন। বাম সমর্থকদের ঘেরাও থেকে আরও উত্তেজনা চরমে। শারদোতসবের প্রবল ভিড় কলকাতায়। তার মাঝে রাসবিহারী মোড়ে সিপিআইএম সমর্থকদের ঘেরাও আরও উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।
অভিযোগ, রবিবার তৃ়ণমূল কংগ্রেস সমর্থকরা রাসবিহারী মোড়ে বামপন্থী বই বিপনী কেন্দ্র ভাঙচুর করে। সেই স্টল সোমবার ফের চালু করেন। ঘটনাস্থল থেকে সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য তীব্র ভাষায় তৃ়নমূল কংগ্রেস সরকারের সমালোচনা করেন। পুলিশ এসে তাঁর সঙ্গে বাক বিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে সাংসদকে গ্রেফতার করা হয়।
বিকাশরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে গ্রেফতার করা হয় বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক কমলেশ্বর মু়খোপাধ্যায় ৯ সিপিআইএম নেতাকে। এই ছবি সোশ্যাল মিডিয়া মারফত রাজ্য জুড়ে ছড়ায়। দ্রুত ঘটনাস্থলে যান সিপিআরএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি উত্তেজিত সমর্থকদের শান্ত করার আহ্বান জানান। ততক্ষণে রাসবিহারী সংলগ্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে, প্রতিবাদী সভায় উপস্থিত ছিলেন, কল্লোল মজুমদার, রবীন দেব সহ আরও বাম নেতারা সকলকেই প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হয়েছে৷