SBSTC অস্থায়ী কর্মীদের মাসে ২৬ দিন কাজের প্রতিশ্রুতি, বাস বন্ধে দুর্ভোগ

উৎসবের সময় টানা দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস (SBSTC) চলাচল স্তব্ধ। দক্ষিণ বঙ্গের জেলাগুলির সরকারি বাস ডিপোতে চলছে অস্থায়ী কর্মীদের কর্মবিরতি। যাত্রী দুর্ভোগ প্রবল।…

SBSTC অস্থায়ী কর্মীদের মাসে ২৬ দিন কাজের প্রতিশ্রুতি, বাস বন্ধে দুর্ভোগ

উৎসবের সময় টানা দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস (SBSTC) চলাচল স্তব্ধ। দক্ষিণ বঙ্গের জেলাগুলির সরকারি বাস ডিপোতে চলছে অস্থায়ী কর্মীদের কর্মবিরতি। যাত্রী দুর্ভোগ প্রবল। পরিস্থিতি সামাল দিতে সরকারের তরফে অস্থায়ী কর্মীদের মাসে ২৬ দিন কাজের প্রতিশ্রতি দেওয়া হলো।

Advertisements

পরিবহণ মন্ত্রীর আবেদন দ্রুত কাজে ফিরুন কর্মীরা।এই আবেদনের পর কর্মীরা কর্মবিরতি পালন করতে চলেছেন বলেই জানা যাচ্ছে।

   

সমকাজে সমবেতন, মাসে ২৬ দিন কাজ, স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে কর্মবিরতিতে নেমেছেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীরা।

তাঁদের কর্মবিরতির জেরে স্তব্ধ হয়ে গেছে কলকাতার সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলির সড়কপথে যাত্রী পরিবহণ। দুর্গা পুজোর মুখে প্রবল বিপত্তি। বাড়ছে যাত্রীদের ক্ষোভ।

চাপের মুখে ২৬ দিন মাসে কাজের সুযোগ দিলেও সমকাজে সমবেতন দাবি এখনও মানেনি সরকার। স্থায়ী কর্মীদের সঙ্গে অস্থায়ী কর্মীদের এই বেতন ফারাক নিয়ে আরও জটিলতা তৈরির আশঙ্কা থাকছে।

Advertisements

গত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীরা মজুরি বৃদ্ধি-সহ সাত দফা দাবিতে রাজ্যের বিভিন্ন এসবিএসটিসি ডিপোতে আন্দোলন করছেন। যার জেরে রাস্তায় নামেনি একাধিক বাস। এদিকে কর্মবিরতি ডাকার জন্য ঝক্কি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। 

দুর্গাপূজার কয়েক দিন আগে এই ধর্মঘটের ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যাত্রীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।কলকাতা, হাওড়া, দীঘা, দূর্গাপুর, বর্ধমান, এবং আসানসোলের বাস টার্মিনাসগুলির যাত্রী পরিবহণ প্রায় বন্ধ।