Metro Rail: দুর্গা পুজোর ভিড় নিয়ে বিমানবন্দর-কবি সুভাষ ছুটবে মেট্রো

পুজোর মুখে ফের সুখবর কলকাতাবাসীর জন্য সুখবর। শনিবার অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর অবধি মেট্রো রুটের (Metro Rail) ট্রায়াল রান। শনিবার…

Metro Rail: দুর্গা পুজোর ভিড় নিয়ে বিমানবন্দর-কবি সুভাষ ছুটবে মেট্রো

পুজোর মুখে ফের সুখবর কলকাতাবাসীর জন্য সুখবর। শনিবার অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর অবধি মেট্রো রুটের (Metro Rail) ট্রায়াল রান। শনিবার মেট্রোর ট্রায়াল রান চলল নিউ গড়িয়া থেকে রুবি অবধি। জানা গিয়েছে, ট্রায়াল রানের জন্য নিয়ে আসা হয়েছে একটি নন এসি রেক।

Advertisements

মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা ঘোষণা করেছিলেন যে নভেম্বরে কাটা বিভাগটি চালু করা হবে। রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল) এবং মেট্রো রেলের যৌথ পরিদর্শনও করা হয়েছিল। ঠিক হয়েছিল, টেস্ট রান করা হবে। তৃতীয় রেলের ফেজ-ওয়াইজ চার্জিং শুরু হয়েছে। ট্রায়ালের দিন পুরো তৃতীয় লাইনটি বিদ্যুতায়িত করা হবে।

Advertisements
   

সূত্রের খবর, আগামী এক মাস ধরে ৫ কিলোমিটার মেট্রোপথ সপ্তাহে দুই দিন করে ট্রায়াল রান করানো হয়। এদিন সকাল সাড়ে ১১ টা নাগাদ শুরু হয়েছে ট্রায়াল রান। কবি সুভাষ থেকে রুবি অবধি ট্রায়াল রানের মধ্যে রয়েছে ৫ টি স্টেশন। খুব শীঘ্রই এই রুটেও মেট্রো পরিষেবা চালু করা হবে। স্বাভাবিকভাবেই দক্ষিণ কলকাতা ও তার সংলগ্ন এলাকায় বাসিন্দাদের জন্য তা সুবিধে হবে। এরপর এক মাস ধরে ট্রায়াল রানের পর মেট্রো আধিকারিকরা সবুজ সংকেত দিলেই এই রুট চালু হবে সাধারণ মানুষের জন্য।