তৃণমূলের ২১ বিধায়ক দলত্যাগ করবেই: মিঠুন

শাসকদল তৃ়ণমূলের (TMC) অন্দরে ভয়, ফের (Mithun Chakraborty) মিঠুন চক্রবর্তীর দাবি করেছেন ২১ জন বিধায়ক যোগাযোগ রাখছেন তাঁর সঙ্গে। বিজেপি (BJP) নেতা মিঠুন বলেন, ব্যাক…

শাসকদল তৃ়ণমূলের (TMC) অন্দরে ভয়, ফের (Mithun Chakraborty) মিঠুন চক্রবর্তীর দাবি করেছেন ২১ জন বিধায়ক যোগাযোগ রাখছেন তাঁর সঙ্গে। বিজেপি (BJP) নেতা মিঠুন বলেন, ব্যাক আপ ছাড়া এই কথা বলছি না। ২১ এর সংখ্যা আগের থেকে বাড়তে পারে।

বিজেপি প্রচারক মিঠুনের এমন দাবির কিছু আগে হাওড়া জেলার উদয়নারায়ণপুরের তৃ়ণমূল কংগ্রেস বিধায়ক সমীর পাঁজা দল ছাড়ার বার্তা দিয়ে চাঞ্চল্য ফেলেছেন। তার আগে বরানগরের বিধায়ক তাপস সরকার ও কামারহাটির বিধায়ক ও প্রাক্তনমন্ত্রী মদন মিত্র সরাসরি রাজনীতি থেকে সরে যাবার বার্তা দিয়েছেন। এরা কি মিঠুনের দাবি করা সেই ২১ জনের মধ্যে ? এমন প্রশ্ন উঠছে।

জুলাই মাসে কলকাতায় এসে বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেছিলেন একুশ জন তৃ়ণমূল বিধায়ক সরাসরি যোগাযোগ রাখছেন। শনিবার নিজের মন্তব্যে অনড় থাকালেন তিনি।

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে নিয়ে সাংবাদিক বৈঠকে ‘গোখরো’ মিঠুন চক্রবর্তী বলেন, আমি আগেও বলেছি আবার বলছি আমার কোনও ব্যাক সাপোর্ট না থাকলে আমি কিছু বলি না। আমি যা বলেছি, আই স্ট্যান্ড বাই। খালি সময়ের অপেক্ষা করুন।

সিপিআইএম ঘনিষ্ঠতা ছেড়ে শিব সেনা সংযোগ পরে তৃ়ণমূল কংগ্রেসের হয়ে রাজ্যসভা সাংসদ হয়েছিলেন মিঠুন। বিজেপিতে যোগ দেওয়ার ঠিক আগে জনসভা থেকে নিজেকে গোখরো বলে দাবি করেন তিনি।

রাজ্যে একাধিক প্রান্ত থেকে টাকা উদ্ধার হচ্ছে সে বিষয়ে মিঠুন চক্রবর্তীর বার্তা, হতাশায় ভুগি যে এত টাকা আয় করতে পারলাম না। টাকা উদ্ধারের ঘটনায় বন্ধুরা মাঝে মাঝে মজা করে। দোষ না করলে ইডি-সিবিআইয়ের তদন্তে ভয় কীসের?