গত ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগের ডার্বি ম্যাচে ‘হ্যাটট্রিক বয়’ কিয়ান নাসিরি (Kiyan Nassiri) ম্যাচের শেষ ৩৬ মিনিটে মাঠে নেমে ‘তাণ্ডব নৃত্য’ করেন চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। নাসিরির জাদুতে টানা ৫ ম্যাচ ডার্বি জয়ের মাইলস্টোন গেঁথে দিয়েছে সবুজ মেরুন ব্রিগেড।চলতি ২০২২-২৩ ফুটবল সেশনেও কিয়ান নাসিরি ATK মোহনবাগান স্কোয়াডের অন্যতম বড় ‘সম্পদ’।
এহেন সম্পদ এবং প্রতিশ্রুতিমান ফুটবলার কিয়ান নাসিরিকে নিয়ে বুধবার ATK মোহনবাগান সংক্ষিপ্ত সময়ের একটি ভিডিও টুইট পোস্ট করছে, যা এই মুহুর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল।
ওই টুইট পোস্টে জামশিদ নাসিরি পুত্র কিয়ানের কাছে জানতে চাওয়া হয় তার আইডল ফুটবলার কে?উত্তরে কিয়ান নাসিরি জানিয়েছেন তার ফুটবলার পিতা জামশিদ নাসিরি আইডল ফুটবলার।র্যাপিড ফায়ার প্রশ্নোত্তর পর্বে কিয়ান নাসিরির কাছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অনেকটাই পিছনের সারিতে ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসির থেকে।

প্রসঙ্গত, সবুজ মেরুন থিঙ্ক ট্র্যাঙ্ক কিয়ান নাসিরিকে পুরো ৯০ মিনিট খেলানোর পক্ষপাতী প্রথম দিকে ছিলনা। অচিরেই বাগান থেকে ফুল ঝড়ে না পড়ে তাই রেখেঢেকে গঙ্গা পাড়ের ক্লাব কিয়ান নাসিরির ফুটবল সেন্সকে ব্যবহার করতে চাইছে। তবে এই মুহুর্তে ভারতীয় ফুটবল এরিনাতে কিয়ান নাসিরিকে ঘিরে তরুণ তরুণীদের উন্মাদনা তুঙ্গে। বুধবার ভাইরাল টুইট ভিডিও কিয়ান নাসিরিকে নিয়ে ওই উন্মাদনা আরও বাড়িয়ে তুলেছে।