Kiyan Nassiri : বাবার স্বস্তির দিনে ছেলের দলে হতাশা

একই পরিবারে দুই ছবি। একটা দল জিতেছে, অন্য হল হেরেছে। গোল করেও দলকে জেতাতে পারলেন না কিয়ান নাসিরি (Kiyan Nassiri)। অন্য দিকে ২-০ গোলে জিতেছে…

Kiyan Nassiri scored for atk Mohun Bagan and peerless won in cfl

একই পরিবারে দুই ছবি। একটা দল জিতেছে, অন্য হল হেরেছে। গোল করেও দলকে জেতাতে পারলেন না কিয়ান নাসিরি (Kiyan Nassiri)। অন্য দিকে ২-০ গোলে জিতেছে পিয়ারলেস।

শনিবার ডুরান্ড কাপে অভিযান শুরু করেছিল এটিকে মোহন বাগান। রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে হল পাঁচ গোল। বাগানের দুই গোল। তিন গোল রাজস্থান ইউনাইটেডের। গোল করেছেন কিয়ান নাসিরি।

বিদেশিদের ওপর আস্থা রেখেই দল নামিয়েছিলেন এটিকে মোহন বাগান কোচ হুয়ান ফেরান্ডো। ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগে গোল করেছিলেন ইউনাইটেডের ফুটবলার। যার সুবাদে জিতেছে ইউনাইটেড। খাতায় কলমে এগিয়ে থাকা এটিকে মোহন বাগানের থেকে এই ফলাফল অনেকেই হয়তো আশা করেননি। মাঠে বিদেশিরা থাকলেও বাগানের হয়ে গোল করেছেন দুই ভারতীয় ফুটবলার- কিয়ান এবং আশিক কুরুনিয়ান।

ATK Mohun Bagan

গত মরসুমে এটিকে মোহন বাগানের জুনিয়র দলে ছিলেন কিয়ান। এবার তাঁকে সিনিয়র দলে জায়গা দেওয়া হয়েছে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হ্যাটট্রিক করে সাড়া ফেলে দিয়েছিলেন। এরপর একাধিক ম্যাচে তাঁকে মাঠে নামিয়েছিলেন হুয়ান। ভালো খেলেও গোল পাননি কিয়ান। মরসুমের প্রথম ম্যাচেই লক্ষ্যভেদ করে ফর্মে থাকার ইঙ্গিত দিলেন তিনি।

<

p style=”text-align: justify;”>অন্য দিকে কলকাতা ফুটবল লিগের ম্যাচে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে ২-০ গোলে জিতেছে পিয়ারলেস। দলের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে নিয়ে আসা হয়েছিল কিয়ানের বাবা জামশেদ নাসিরিকে। বিগত কিছু ম্যাচের পিয়ারলেসকে আশাপ্রদ ফর্মে পাওয়া যায়নি। এদিন জোড়া গোলে জয় পেয়েছে। সেই সঙ্গে অক্ষত থেকেছে নিজেদের দূর্গ। শেষ মুহূর্তে টালিগঞ্জ চাপ বাড়ালেও পিয়ারলেসের রক্ষণে ফাটল ধরাতে পারেনি।