নবান্ন অভিযানে বিজেপির গলার কাঁটা সিপিআইএমের মারমুখী ‘বর্ধমান লাইন’

কোটি কোটি টাকা খরচ করে নবান্ন অভিযানের জন্য সমর্থক আনছে (BJP) বিজেপি। মঙ্গলবার হাওড়ায় (Howrah) রাজ্য প্রশাসনিক দফতরের মূল কেন্দ্র অভিমুখে হবে মিছিল। তবে মিছিল…

নবান্ন অভিযানে বিজেপির গলার কাঁটা সিপিআইএমের মারমুখী 'বর্ধমান লাইন'

কোটি কোটি টাকা খরচ করে নবান্ন অভিযানের জন্য সমর্থক আনছে (BJP) বিজেপি। মঙ্গলবার হাওড়ায় (Howrah) রাজ্য প্রশাসনিক দফতরের মূল কেন্দ্র অভিমুখে হবে মিছিল। তবে মিছিল কি আদৌ নবান্ন (Nabanna) ভবন পর্যন্ত যাবে এই প্রশ্ন বিরোধী দলের অভ্যন্তরেই। এ নিয়ে বিজেপির অভ্যন্তরে চলছে তীব্র আলোচনা। তবে সমর্থকদের চাগিয়ে রাখতে নেতারা কোনও কসুর রাখছেন না। বিজেপি সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) কাঁচা বাঁশ তত্ত্ব হাজির করেছেন। তবে বিজেপির গলার কাঁটা সম্প্রতি সিপিআইএমের (CPIM) মারমুখী ‘বর্ধমান লাইন’।

Advertisements

নবান্ন অভিযানে বিজেপির গলার কাঁটা সিপিআইএমের মারমুখী 'বর্ধমান লাইন'

   

বিজেপির নবান্ন অভিযানের আগে বারবার আলোচিত হচ্ছে গত ৩১ সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের সদর বর্ধমানে আইন অমান্য অভিযানে সিপিআইএমের উগ্র রূপ। বাম সমর্থকরা মমতার প্রিয় বিশ্ব বাংলা স্ট্যাচু উপড়ে দেন। এই ঘটনা তীব্র আলোচিত। আড়ে বহরে এই উগ্র সরকার বিরোধী আন্দোলন এখন সিপিআইএমের ‘বর্ধমান লাইন’ বলে পরিচিত। সূত্রের খবর বর্ধমানের ঘটনার পর এই জেলার বিজেপি নেতারা রাজ্য থেকে ধমক খেয়েছেন।

নবান্ন অভিযানে বিজেপির গলার কাঁটা সিপিআইএমের মারমুখী 'বর্ধমান লাইন'

বিজেপির নবান্ন অভিযানের আগে প্রশাসন সতর্ক। বর্ধমানের ঘটনায় পুলিশ ও জেলা প্রশাসন চাপের মুখে। নবান্ন অভিযানে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কলকাতা ও হাওড়া পুলিশ সতর্ক। হাওড়া জেলা পুলিশ মহলে আলোচনা, বর্ধমানে যতটা উগ্র ছিল বাম ততটা উগ্রতা দেখানো নবান্নের কাছে সম্ভব নয়। বিজেপি হালে পানি পাবে না। তবে জেলা পুলিশ মহলে ঘুরে ফিরে আসছে এর আগে সিপিআইএমের নবান্ন অভিযানে ধুন্ধুমার প্রসঙ্গ।

Advertisements

আরও পড়ুন সমর্থকদের আনতে কত খরচ করছে বিজেপি :

BJP: ১১ কোটি ছাড়িয়ে গেল মিছিলের খরচ, বিজেপির নবান্ন অভিযান ঘিরে বিতর্ক

বিজেপির নবান্ন অভিযানকে কটাক্ষ করেছে শাসক তৃণমূল কংগ্রেস। টিএমসির দাবি কোটি কোটি টাকা খরচ করে ট্রেন ভাড়া করে সমর্থক এনে আন্দোলন গুরুত্বহীন। সিপিআইএমের দাবি, লোক ভাড়া করে চলছে বিজেপি। ভাড়াটে সমর্থক দিয়ে লোক দেখানো সরকার বিরোধী খেলা চলছে। বিজেপির দাবি, দুর্নীতিতে ডুবে থাকা সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে। চোর ধরো জেলে ভরো স্লোগান থাকবে মিছিলে। এখানেও সিপিআইএমের কটাক্ষ, মমতা সরকার বিরোধী বামপন্থী স্লোগানটাও চুরি করেছে বিজেপি!