সুপ্রিম স্বস্তি তৃণমূলে, আয় বহির্ভূত সম্পত্তি মামলায় স্থগিতাদেশ

স্বস্তির হাওয়া (TMC) তৃণমূল কংগ্রেসে। ১৯ জন তৃণমূল নেতা মন্ত্রী আয় বহির্ভুত সম্পত্তি (Assets Increse) মামলায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। নেতা মন্ত্রী আয় বহির্ভূত সম্পত্তি…

Chief Minister Mamata Banerjee

স্বস্তির হাওয়া (TMC) তৃণমূল কংগ্রেসে। ১৯ জন তৃণমূল নেতা মন্ত্রী আয় বহির্ভুত সম্পত্তি (Assets Increse) মামলায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। নেতা মন্ত্রী আয় বহির্ভূত সম্পত্তি মামলায় কলকাতা হাইকোর্ট এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ED) পার্টি করার নির্দেশ দিয়েছিল। এরপর শীর্ষ আদালতের দ্বারস্থ হন তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা। সেই মামলায় স্থগিতাদেশ দেওয়া হল।

Advertisements

এর আগে ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, মলয় ঘটক, জাভেদ আহমেদ খান, অরূপ রায়, অর্জুন সিং, সব্যাসাচী দত্ত, শিউলি সাহা, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, গৌতম দেব, ইকবাল আহমেদ, রাজীব বন্দ্যোপাধ্যায়, আব্দুর রেজ্জাক মোল্লা ও স্বর্ণকমল সাহাদের নামে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। তালিকায় প্রয়াত দুই তৃণমূল মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও সাধন পাণ্ডের নাম আছে। সেই মামলায় স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট।

   

সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, যে মামলা দায়ের করা হয়েছে, তার ভিত্তি নেই। কেন এই নেতাদের নাম যুক্ত করা হয়েছে, তার স্পষ্ট কারন দেখতে পাচ্ছেন না। কেনই বা কলকাতা হাইকোর্ট বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে, সেবিষয়েও কোনও আন্দাজ করা যাচ্ছে না। মামলাকারীদের বক্তব্য ছিল, রাজনৈতিক অভিসন্ধির কারোনে ১৯ জন তৃণমূলের নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Advertisements

শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইউ ইউ ললিত এই মামলায় স্থতিয়াদেশ জারি করেন। অর্থাৎ যতদিন অবধি সুপ্রিম কোর্টের তরফে স্থগিতাদেশ তুলে না নেওয়া হয়, ততদিন অবধি এই মামলায় শুনানি হবে না।