সাম্প্রতিক বাংলা টেলিভিশন জগতে রোহন ভট্টাচার্য (Rohan Bhattacharya) বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। একাধারে ধারাবাহিক, রিয়ালিটি শো, ওয়েব সিরিজ সবকিছুই করেছেন তিনি।
স্টার জলসায় ধারাবাহিক “ভজ গোবিন্দ” তারপর জি বাংলায় “অপরাজিতা অপূর” পর এখন স্টার জলসার জনপ্রিয় রিয়ালিটি শো “ডান্স ডান্স জুনিয়ার” এর সঞ্চালনায় দেখা যাচ্ছে তাকে। তবে এবার রোহনকে দেখা যাবে বড় পর্দায়। সৌরদীপ বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় একটি ছবিতে অভিনয় করতে চলেছে রোহন। এই রোমাঞ্চকর ছবিটি নাম এখনো পর্যন্ত ঠিক হয়েছে ‘স্টেয়ার্স টু হেভেন’। এরই মধ্যে ছবির একাধিক কাজ শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত ছবির অন্যান্য কাস্ট চূড়ান্ত হয়নি বলেই জানা গিয়েছে।
কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে, তার অনুরাগীরদের রোহন বলেন, তিনি নিজেও ছোট পর্দায় ফেরার জন্য উৎসুক । মনের মতো চরিত্র পেলেই আবার তাঁকে দেখতে পাবেন দর্শক।