হঠাৎই ইমামি ইস্টবেঙ্গলে (emami East Bengal) বিনো জর্জ আর কদিন থাকবেন সে ব্যাপারে প্রশ্ন উঠেছে। কোচ স্টিফেন কনস্টানটাইন সহকারী হিসেবে তাঁকে খুব একটা পছন্দ করেছেন না বলে ময়দানের একাংশের ধারণা। জল্পনা সত্যি হলে খোলা রয়েছে লাল হলুদ তাঁবু থেকে প্রস্থানের দরজা।
ইমামি ইস্টবেঙ্গলে করোনা ভাইরাস হানা দিয়েছে বলে জানা গিয়েছিল। কোচ স্টিফেন ও বিনো দুজনেই আক্রান্ত বলে খবর পাওয়া গিয়েছিল। যদিও ক্লাবের তরফে নিশ্চিত করে এমনটা জানানো হয়নি। করোনা ভাইরাস হানা দেওয়ার খবরের আগে থেকে বিনো জর্জকে নিয়ে জল্পনা শুরু হয়েছিল।
East Bengal : তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি প্রায় চুড়ান্তের পথে
তাহলে সহকারী হিসেবে কাকে চাইছেন লাল হলুদ কোচ? ইতিমধ্যে সেই প্রশ্ন ওঠা শুরু হয়েছে। এক্ষেত্রে উঠে এসেছে সম্মুগম ভেঙ্কটেশের নাম। তাঁকেই তিনি সহকারী কোচ হিসেবে চাইছেন বলে ফুটবল মহলে গুঞ্জন।
ভেঙ্কটেশ ২০১৫ সাল থেকে ভারতীয় ফুটবল দলের সহকারী কোচের পদ সামলেছিলেন। সেই সময় ভারতের জাতীয় দলের কোচের পদে ছিলেন কনস্টানটাইন নিজে। পরবর্তী সময়ে ভেঙ্কটেশ ২০১৯ সালে ইন্ডিয়ান অ্যারোজ দলের ম্যানেজারের পদ সামলেছিলেন। এরপর ভারতের অনূর্ধ -১৯ দলকে কোচিং করানোর সুযোগ পান। এখনও সেই দায়িত্ব সামলাচ্ছেন তিনি।
ইস্টবেঙ্গলের বাজেট নাকি এটিকে মোহন বাগানের প্রায় সমান!
যদিও বিনো এই মুহূর্তে দায়িত্ব থেকে না সরানোর পিছনে যুক্তি রয়েছে। তাঁকে চুক্তি করেই ক্লাব নিয়ে এসেছিল। মেয়াদ ফুরোনোর আগে সম্পর্ক ছিন্ন করতে হলে ক্লাবকে গুনতে হবে বিনো জর্জের বেতন। ভেঙ্কটেশ নিজে পুরনো দায়িত্ব ছেড়ে লাল হলুদে আসতে কতোটা রাজি হবেন সেটাও একটা প্রশ্ন। তাছাড়া ইন্ডিয়ান সুপার লিগ শুরু হওয়ার আগে দলের মধ্যে আরও বোঝাপড়া বাড়াতে হবে। নতুন প্রশিক্ষক এনে তাতে কাজের কাজ আদৌ হবে না সে ব্যাপারেও টিম ম্যানেজমেন্ট নিশ্চই ভাববে।