Stephen Constantine: করোনায় আক্রান্ত ইস্টবেঙ্গলের কোচ স্টিফেন কনস্টানটাইন

কোভিডের হানা ইস্টবেঙ্গল শিবিরে৷ করোনায় আক্রান্ত ইস্টবেঙ্গলের কোচ স্টিফেন কনস্টানটাইন (Stephen Constantine)। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ম‍্যাচের পর সোমবার অনুশীলন বন্ধ ছিল৷ ক্লাবের।স্টিফেন না থাকায়…

Stephen Constantine

কোভিডের হানা ইস্টবেঙ্গল শিবিরে৷ করোনায় আক্রান্ত ইস্টবেঙ্গলের কোচ স্টিফেন কনস্টানটাইন (Stephen Constantine)। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ম‍্যাচের পর সোমবার অনুশীলন বন্ধ ছিল৷ ক্লাবের।স্টিফেন না থাকায় লাল হলুদের কোচিংয়ের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ বিনো জর্জ।

এদিকে শোনা যাচ্ছে আইএসএলে জর্জের বদলে অন‍্য কাউকে সহকারী কোচ হিসেবে পেতে আগ্রহী কনস্টানটাইন । তিনি চান জর্জ দায়িত্ব সামলাক জুনিয়র দল এবং আকাদেমির ।

   

তাহলে সহকারী হিসেবে কাকে চাইছেন লাল হলুদ কোচ ? ইতিমধ্যে সেই প্রশ্ন ওঠা শুরু হয়েছে । এক্ষেত্রে উঠে এসেছে সম্মুগম ভেঙ্কটেশের নাম । তাকেই তিনি তার অ্যাসিস্টান্ট কোচ হিসেবে চাইছেন ।

ভেঙ্কটেশ ২০১৫ সাল থেকে ভারতীয় ফুটবল দলের সহকারী কোচের পদ সামলেছিলেন । সেই সময় ভারতের জাতীয় দলের কোচের পদে ছিলেন কনস্টানটাইন নিজে ।পরবর্তী সময়ে ভেঙ্কটেশ ২০১৯ সালে ইন্ডিয়ান অ্যারোজ দলের ম‍্যানেজারের পদ সামলেছিলেন ।এরপর ভারতের অনূর্ধ -১৯ দলকে কোচিং করানোর সুযোগ পান ।এখনও সেই দায়িত্ব সামলাচ্ছেন তিনি ।

যেহেতু ইতিমধ্যে দুজনের একসাথে কাজ করার অভিজ্ঞতা আছে, তাই সেই অভিজ্ঞতা’কে এখন পুনরায় লাল হলুদের স্বার্থে কাজে লাগাতে চাইছেন কনস্টানটাইন ।আর সেই কারণে ভেঙ্কটেশ’কে আসন্ন আইএসএল মরশুমে দলে চাইছে লাল হলুদের হেড কোচ ।