CPIM: বর্ধমানের পুলিশকে হুঁশিয়ারি সেলিমের, আদালতে যাব তৈরি হোন

বর্ধমান (Bardhaman) শহরে বুধবার আ়ইন অমান্য অভিযানে সিপিআইএম (CPIM)  উপড়ে ফেলেছো বিশ্ব বাংলা স্ট্যাচু। বুধবার পূর্ব বর্ধমান জেলার সদর শহরে স্ট্যাচু উপড়ে ফেলা ও পুলিশের…

CPIM: বর্ধমানের পুলিশকে হুঁশিয়ারি সেলিমের, আদালতে যাব তৈরি হোন

বর্ধমান (Bardhaman) শহরে বুধবার আ়ইন অমান্য অভিযানে সিপিআইএম (CPIM)  উপড়ে ফেলেছো বিশ্ব বাংলা স্ট্যাচু। বুধবার পূর্ব বর্ধমান জেলার সদর শহরে স্ট্যাচু উপড়ে ফেলা ও পুলিশের সঙ্গে বাম সমর্থকদের সংঘর্ষের পর থেকে রাজনৈতিক মহল সরগরম। বৃহস্পতিবার সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের (Md Salim) হুঁশিয়ারি, আমরা আদালতে যাব পুলিশকে অভিযুক্ত করে।

Advertisements

সেলিমের মন্তব্যে রাজনৈতিক মহল ফের সরগরম। এদিকে পূর্ব বর্ধমান জেলা সিপিআইএমের তরফে বলা হয়েছে, তৃণমূল কংগ্রেস সরকারের দুর্নীতির বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি ছিল। সেলিমের অভিযোগ, মিছিলে প্রথমে টিয়ার গ্যাস ছোঁড়া হয়। আমি নিজে ঘটনাস্থলে ছিলাম।

   

CPIM: বর্ধমানের পুলিশকে হুঁশিয়ারি সেলিমের, আদালতে যাব তৈরি হোন

বৃহস্পতিবার কলকাতার রাজ্য দফতরে মহম্মদ সেলিম বলেন,এমন নয় যে প্রথমবার বর্ধমানে হয়েছে। পুলিশ আইন মোতাবেক কাজ করেনি। শান্তিপূর্ণ নিরস্ত্র মিছিল, জনসমাগম। প্রথমেই কোনও ঘোষণা ছাড়াই কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছে। পরিকল্পিতভাবে মিছিলের মানুষকে ছত্রভঙ্গ করার জন্য নির্দয় ফোর্স ব্যবহার করা হয়েছে।

তিনি আরও বলেন, তারপরে জল কামান ব্যবহার করা হয়েছে। এধরনের ঘটনার সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে থাকতে হয়। কিন্তু কাল কেউ ছিলনা। তাহলে যে পুলিশ সে ম্যাজিস্ট্রেট!আমাদের মাইক থেকে ঘোষণা করা হয়েছিল এবার সবাই চলে যান। তারপর পুলিশ নৃশংসভাবে, বর্বরভাবে লাঠিচার্জ করা হয়েছে।

Advertisements

CPIM: বর্ধমানের পুলিশকে হুঁশিয়ারি সেলিমের, আদালতে যাব তৈরি হোন

সেলিমের দাবি, পরিষ্কার ভিডিওতে রয়েছে পুলিশকে বাঁচাচ্ছেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী, আর তাঁকেই ঠেলে নিয়ে যাওয়া হয়েছে। অথচ আমাদের রাজ্যের ক্রিমিনালদের জামাই আদর করা হয়েছে।

সরকার বিরোধী বিধংসী আন্দোলনের ইঁট ছোড়ার অভিযোগে আভাস রায়চৌধুরী সহ অন্যান্য বাম সমর্থকদের মুক্তির দাবিতে সরব সিপিআইএম। এর মাঝে সেলিমের আইনি হুমকি এসেছে।