আইলিগের সোনার বুট জয়ী স্প‍্যানিশ তারকাকে দলে নিয়ে চমক দিল বেঙ্গালুরু ইউনাইটেড

রাজস্থান ইউনাইটেড থেকে পেদ্রো মানজি’কে (Pedro Manzi) দলে নিচ্ছে বেঙ্গালুরু ইউনাইটেড, এমনটাই জানা যাচ্ছে সূত্রের মারফত। সংশ্লিষ্ট ক্লাবের সাথে স্বল্প মেয়াদি চুক্তি সেরেছেন তিনি এমনটাই…

pedro manzi

রাজস্থান ইউনাইটেড থেকে পেদ্রো মানজি’কে (Pedro Manzi) দলে নিচ্ছে বেঙ্গালুরু ইউনাইটেড, এমনটাই জানা যাচ্ছে সূত্রের মারফত। সংশ্লিষ্ট ক্লাবের সাথে স্বল্প মেয়াদি চুক্তি সেরেছেন তিনি এমনটাই জানা গেছে । খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হবে ।

এস্পানিওলের যুব দলের হয়ে খেলা শুরু করেন এই ফুটবলার । এরপর একাধিক স্প‍্যানিশ ক্লাবের হয়ে খেলেছিলেন , ২০১৮ সালে ভারতে খেলতে আসেন চেন্নাই সিটি এফসি’র হয়ে । ২৩ ম‍্যাচে ২৬ গোল করেছিলেন । ওই আইলিগের মরশুমে সোনার বুট জেতেন ।

২০২০ সালে জে ২ লিগে খেলতে যান । আলব্রেক্স নিগাতা নামের সেই ক্লাবে আটটি ম‍্যাচ খেললেও করতে পারেননি একটি গোল’ও । সেই বছর’ই ফিরে আসেন ভারতে , যোগদান করেন মহামেডান স্পোর্টিংয়ে । সাদা কালো ব্রিগেডের হয়ে আটটি ম‍্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন, তাতে গোল করেছিল ৬ টি ।

২০২১ সালে ভারত ছেড়ে নেপালে খেলতে যান পেদ্রো । বিরাট নগর সিটি এফসি’র হয়ে ৬ টি ম‍্যাচ খেলে ৪ টি গোল করেছিলেন । গত মরশুম ছিলেন রাজস্থান ইউনাইটেডে , সেখানে ১২ ম‍্যাচ খেলে করেছিলেন ৩ গোল ।