চলতি ডুরান্ড কাপের ডার্বি (Kolkata Derby) ম্যাচের রঙ সবুজ মেরুন। ইস্টবেঙ্গলের সুমিত পাসির আত্মঘাতী গোল টানা ৬ বড়ো ম্যাচে অপরাজিত মোহনবাগান।
হাইভোল্টেজ ডার্বি ম্যাচে হারের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি লাল হলুদ ব্রিগেড। ৩ সেপ্টেম্বর ইস্টবেঙ্গল খেলবে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে।মুম্বই’র বিরুদ্ধে ম্যাচের আগে স্টিফেন কনস্ট্যানটাইনের ছেলেরা চার দিন সময় পাচ্ছে। এই চারদিন লাল হলুদ ফুটবলারদের কাছে গুরুত্বপূর্ণ,কারণ ডুরান্ড কাপ টাইটেলশিপে টিকে থাকতে গেলে টুর্নামেন্টের শেষ আটে পৌছতে হলে মুম্বই এফসিকে হারানো ছাড়া কোনও বিকল্প রাস্তা খোলা নেই পদ্মা পাড়ের ক্লাবের কাছে। মনে রাখতে হবে ১২ দিনের প্রস্তুতির সময় পেয়েছে লাল হলুদ শিবির ডুরান্ড কাপের আগে।
অন্যদিকে,ATK মোহনবাগান ২০২২-২৩ ফুটবল মরসুমের প্রস্তুতি চিরপ্রতিদ্বন্দ্বী দলের আগে শুরু করেও নিজেদের দ্বিতীয় ম্যাচে মুম্বই এফসির বিরুদ্ধে জয়ের মুখ দেখেনি, ওই ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল। তাই মুম্বইর বিরুদ্ধে ম্যাচকে কোনভাবেই হাল্কা ভাবে নিতে নারাজ লাল হলুদ শিবিরের ফুটবলারেরা তা সোমবার অঙ্কিত যাদবের টুইট পোস্ট থেকে পরিস্কার।
ইস্টবেঙ্গল ফুটবলার অঙ্কিত যাদবের টুইট পোস্ট হল,”সবাইকে অনেক ধন্যবাদ 🙏 সমর্থনের জন্য।❤️💛 আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব
#JoyEastBengal #EmamiEastBengal #DurandCup2022 #IndianFootball ” অঙ্কিতের এই টুইট পোস্ট থেকে বোঝাই যাচ্ছে ইমামি ইস্টবেঙ্গল দলের ফোকাস এখন মুম্বই এফসি ম্যাচ,২৮ আগস্টের ডার্বি ম্যাচ অতীত। তবে ইস্টবেঙ্গল সমর্থক অংশমান দাশগুপ্ত ফুটবলার অঙ্কিত যাদবের ওই টুইট পোস্টের ভিত্তিতে রিটুইট করে দলের সামগ্রিক পারফরর্মেন্সকে খোঁচা দিয়ে পোস্ট করেছে “অবশ্যই ফিরবো কিন্তু কবে, কখন, কোন সালে সেটাই কেউ জানেনা”
আবার লাল হলুদ সমর্থক সাগ্নিক রিটুইট করে দলের পারফরর্মেন্স নিয়ে পোস্টে লিখেছে,”আপনাকে এবং পুরো দলকে ক্রমাগত সমর্থন করবে…কিন্তু আপনাকে প্রতিটি খেলায় আপনার 200% দিতে হবে… ফলাফল নিয়ে ভাববেন না… আমরা লড়াই দেখতে আগ্রহী ..যা গত কয়েক বছর ধরে অনুপস্থিত ছিল ..” সব মিলিয়ে অতিবড় লাল হলুদ সমর্থকদের মধ্যে প্রিয় দলের পারফরর্মেন্স নিয়ে আত্মবিশ্বাসের ওজন তলানির দিকে।