“কাছের মানুষ” ছবির জন্য প্রসেনজিৎকে শুভেচ্ছা বিগ বি

সম্প্রতি ২৬শে আগস্ট মুক্তি পেয়েছে পথিকৃৎ বসুর পরিচালিত ছবি কাছের মানুষের ট্রেলার। আর সেই ছবির জন্যই প্রসেনজিৎকে শুভেচ্ছা জানিয়েছেন বিগ বি। এই ছবিতে অভিনয় করছেন…

amitabh-bacchan-praises-prasenjit-chatterjee

সম্প্রতি ২৬শে আগস্ট মুক্তি পেয়েছে পথিকৃৎ বসুর পরিচালিত ছবি কাছের মানুষের ট্রেলার। আর সেই ছবির জন্যই প্রসেনজিৎকে শুভেচ্ছা জানিয়েছেন বিগ বি। এই ছবিতে অভিনয় করছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ,দেব ,ইশা সাহা ও সুস্মিতা চট্টোপাধ্যায়। দীর্ঘ পাঁচ বছর পরে আবার দেব প্রসেনজিৎকে একই ছবিতে দেখতে পাওয়া যাবে।

তারফলেই দর্শকেরা বেশ আগ্রহী এই ছবির জন্য। ২০১৬ সালে সৃজিত মুখোপাধ্যায়ের ‘জুলফিকার’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ এবং দেব। ২০১৭ সালেও দেব প্রযোজিত ‘ককপিট’-এ ক্যামিও চরিত্রে প্রসেনজিৎকে দেখা গিয়েছিল।

   

তাই এবার এই ছবির ট্রেলার টিকে নিজের টুইটারে পোস্ট করে প্রসেনজিৎকে শুভেচ্ছা বার্তা দেন অমিতাভ বচ্চন নিজে। তিনি তার টুইটারে লেখেন “বুম্বার জন্য আমার শুভেচ্ছা ও ভালোবাসা রইলো”। তবে ঘটনাটি এই প্রথমবার নয় এর আগেও যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ছবি ‘আয় খুকু আয়’ মুক্তি পেয়েছিল তখনো বিগ বি বুম্বা দা কে শুভেচ্ছা জানিয়েছিল। এছাড়া যখন ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ মুক্তি পেয়েছিল তখনো একইভাবে বুম্বার জন্য শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন বলিউডের বিগ বি।

এই ঘটনার পরেই ছবির পরিচালক পথিকৃৎ বসু অমিতাভের টুইটিকে স্ক্রিনশট তুলে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেন এবং লেখেন যে “এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার”।