আচমকা রিয়াল কাশ্মীর এফসি’তে যোগদান করেছিলেন শুভাশিস রায় চৌধুরী। এবছর ইস্টবেঙ্গলের (East Bengal) হয়ে খেলার কথা ছিলো তার।দলের হয়ে অনুশীলনেও নেমেছিলেন।কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে যে ১৩ জন চুক্তিবদ্ধ ফুটবলারের নাম ঘোষণা করা হয়েছিল, সেই তালিকায় ছিলেন না শুভাশিস।
সময়ে জানা যায় মেডিক্যাল টেস্টে ব্যর্থ হয়েছেন তিনি।এবিষয়ে শুভাশিস সংবাদ মাধ্যম’কে জানিয়েছেন জন্মগত একটা সমস্যা ছিলো তার।তা নিয়েই খেলে গেছেন এতোদিন।কিন্তু ক্লাবের নতুন ইনভেস্টর ইমামি এই ব্যাপারটা কোচ কনস্টানটাইন’কে জানিয়ে তাকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে।
ইমামির সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই শুভাশিসের।জানিয়েছেন ইনভেস্টের’রা যা সিদ্ধান্ত নিয়েছে সেটা তিনি মেনেছেন, এবিষয়ে তার বিশেষ কিছু বলার নেই।তবে খোদ কনস্টানটাইন নাকি তাকে চেয়েছিলেন ক্লাবের তিনকাঠির তলায়।কিন্তু ইমামি রাজি না হওয়াতে বর্তমানে সেটা আর বাস্তবায়িত হলোনা।
এবছর অনেক প্রত্যাশা নিয়ে নর্থইস্ট ইউনাইটেড থেকে কলকাতায় এসেছিলেন এই গোলকিপার।চেয়েছিলেন বাংলার ঐতিহ্যবাহী এই ক্লাবের হয়ে পুনরায় মাঠে নামতে। কিন্তু আপাতত তার সেই স্বপ্ন স্বপ্ন’ই থেকে যেতে চলেছে তার।