ফের দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার (Manish Sisodia) বাড়িতে হানা দিতে যাচ্ছে সিবিআই (CBI) টিম। উপ মুখ্যমন্ত্রী নিজেই টুইট করে জানালেন সে কথা।
সিসোদিয়া টুইটে জানিয়েছেন, “আগামীকাল সিবিআই আমাদের ব্যাঙ্কের লকার দেখতে আসছে। ১৯ শে আগস্ট আমার বাড়িতে ১৪ ঘন্টার অভিযানে কিছুই পাওয়া যায়নি। লকারেও কিছু পাওয়া যাবে না। সিবিআইকে স্বাগতম। আমি ও আমার পরিবার তদন্তে পূর্ণ সহযোগিতা করব।”
সিবিআই সম্প্রতি দিল্লির মদ নীতিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে একটি মামলায় সিসোদিয়ার বিরুদ্ধে সিবিআই অভিযান চালায়। মদের নীতি লঙ্ঘনের বিষয়ে সিবিআই-এর এফআইআর-এ নাম থাকা ১৫ জন অভিযুক্তের তালিকায় সিসোদিয়া এক নম্বরে রয়েছেন। তাঁর বিরুদ্ধে অর্থ তছরুপের মামলাও দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।