নিয়োগ দুর্নীতিতে জড়িত পার্থ ঘনিষ্ঠ প্রসন্ন, হেফাজতে নিল CBI

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের স্ক্যানারে প্রসন্ন রায়ের ভূমিকা। সিবিআই সূত্রে খবর, নিয়োগ লেনদেনের বিষয়ে সরাসরি যোগ রয়েছে প্রসন্নর। এই তালিকা কাদের নির্দেশে তৈরি হয়েছিল?…

CBI west bengal

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের স্ক্যানারে প্রসন্ন রায়ের ভূমিকা। সিবিআই সূত্রে খবর, নিয়োগ লেনদেনের বিষয়ে সরাসরি যোগ রয়েছে প্রসন্নর। এই তালিকা কাদের নির্দেশে তৈরি হয়েছিল? সিবিআইয়ের অনুমান প্রসন্নর সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং উপদেষ্টা কমিটির সদস্যদের যোগ রয়েছে। তাই তাঁকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করে সিবিআই। আগামী ৫ সেপ্টেম্বর অবধি তাঁকে হেফাজতে নেওয়ার নির্দেশ দিল আদালত।

সামান্য একজন রংমিস্ত্রি থেকে কিভাবে বিপুল সম্পত্তির মালিক হলেন প্রসন্ন? নজরে তাঁর বিপুল অঙ্কের সম্পত্তি। নিউটাউন থেকে প্রসন্নকে গ্রেফতারের পর অযোগ্য প্রার্থীদের তালিকা হাতে পায় সিবিআই। সেই তালিকা কার নির্দেশে তৈরি হয়েছিল? তালিকায় কতজনের নাম ছিল? তা জানা জরুরি বলে দাবি করেছে সিবিআই। এমনকি প্রয়োজনে প্রদীপ সিংয়ের সঙ্গে প্রসন্নকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গেছে।

জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হওয়া এসএসসি-র প্রাক্তন কর্তা শান্তিপ্রসাদ সিনহা প্রসন্নর সংস্থা থেকেই গাড়ি নিতেন। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ প্রসন্ন উত্তর ২৪ পরগণার বেআইনি নিয়োগের তালিকা তৈরি করতে বলে জানা গেছে। যা চলে যেত নিয়োগ কর্তাদের কাছে।

আলিপুরদুয়ার, লাটাগুড়ি ও মূর্তিতে তিনটি রিসোর্টের খোঁজ মিলেছে, যেগুলির মালিক প্রসন্ন বলে সূত্রের খবর। হোটেল মালিকদের আসোসিয়েশনের কর্তারা জানিয়েছেন, জেলায় নতুন কোনও হোটেল হলে সাধারণত সেই সব হোটেল বা রিসোর্টের মালিকরা আসোসিয়েশনের সদস্যপদ নিয়ে নেন। কিন্তু তিনটি রিসোর্টের মালিক হয়েও প্রসন্ন অ্যাসোসিয়েশনের সদস্যপদ নেয়নি কেন?

শুধুমাত্র পার্থর আত্মীয় হওয়ার সুবাদে বিশেষ ছাড় পেতেন প্রসন্ন? শুধুমাত্র উত্তরবঙ্গ নয়, নিউটাউন ও রাজারহাটে বিপুল সম্পত্তির মালিক প্রসন্ন কীভাবে রাতারাতি এত বড়লোক হয়ে উঠল? নিয়োগ দুর্নীতির সঙ্গে প্রসন্নর সংস্থার যোগ রয়েছে কিনা, খোঁজ শুরু করেছে সিবিআই।