কফির জন্য মন্ত্রী (minister for coffee)! এও এক পদ। মন্ত্রিসভায় সবাই যখন ব্যাস্ত জটিল সব ফাইল নিয়ে। আর কফিমন্ত্রী তখন মগ্ন থাকেন ধোঁয়া ওঠা কাপে। বিশ্বে এমন দেশ আর দুটি নেই। পাপু়য়া নিউগিনির সরকারে এলেন এক কফিমন্ত্রী।
বিবিসির খবর, প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনির সরকার কফিমন্ত্রী নিযুক্ত করেছে। এ দেশের কফি শিল্পকে জনপ্রিয় করে তুলতে মন্ত্রী নিয়োগ করা হয়েছে।
আল জাজিরা বলছে,সম্প্রতি নির্বাচনে জয়ী হন পাপুয়া নিউগিনির বর্তমান প্রধানমন্ত্রী জেমস মারাপ্পে। তিনি নতুন মন্ত্রিসভায় নতুন কফিমন্ত্রী ও পাম তেলবিষয়ক মন্ত্রীর দফতর তৈরি করেন। প্রধানমন্ত্রী বলেছেন, চলতে ফিরতে, ঘুমানো, আড্ডা সবখানেই যেন কফি নিয়ে ব্যস্ত থাকেন নতুন নিয়োগ পাওয়া কফিমন্ত্রী। এই পদে এসেছেন জো কুলি। তিনিই এখন বিশ্বের একমাত্র কফিমন্ত্রী।
পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপ্পে বলেছেন, দেশের অর্থনীতি সমৃদ্ধ করার লক্ষ্য নিয়েই তিনি কফি মন্ত্রক তৈরি করেছেন। পাপুয়ার কফি শিল্পককে চাঙ্গা করতে নতুন কফিমন্ত্রী নিয়োগে রাজস্ব আয় আরও বাড়বে বলে জানানো হয়।
কী করেন কফিমন্ত্রী?
পাপুয়া নিউগিনির কফিমন্ত্রী জো কুলি হলেন দেশটির কফির জন্য বিখ্যাত ওয়াঘি ভ্যালি অঞ্চলের বাসিন্দা। সেরা কফি পান করানোই তাঁর কাজ। তাঁকে ঘুমাতে, চলতে ফিরতে, কথা বলতে শুধু কফির বিষয়টি নিয়ে ভাবতে বলা হয়েছে।