ভারতীয় জালনোট চক্রের বড়সড় পর্দাফাঁস পুলিশের

এবার ভিন রাজ্যে ব্যাপক জাল নোট উদ্ধার হল। সেইসঙ্গে উদ্ধার হল বিপুল পরিমাণের মাদক। জানা গিয়েছে, ইম্ফল (Imphal) পূর্ব পুলিশের অ্যান্টি ড্রাগ সেল এখানে উরুপ…

এবার ভিন রাজ্যে ব্যাপক জাল নোট উদ্ধার হল। সেইসঙ্গে উদ্ধার হল বিপুল পরিমাণের মাদক। জানা গিয়েছে, ইম্ফল (Imphal) পূর্ব পুলিশের অ্যান্টি ড্রাগ সেল এখানে উরুপ কাংঠাক এবং কেইরাও গ্রাম এলাকায় একটি নকল নোট চক্রের পর্দাফাঁস করেছে।

এ ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। ধৃতদের কাছ থেকে মাদক-সহ জাল নোটের বান্ডিল উদ্ধার করেছে পুলিশ আধিকারিকরা। পুলিশ জানিয়েছে, ‘আমরা সন্দেহভাজন বিশ্বের ৩,৭৯০টি ট্যাবলেট, ৬০ গ্রাম হেরোইন, ৮৯-৮৯ নম্বরের ২৬ বান্ডেল ৫০০ টাকার জাল নোট এবং ১০১টি জাল ৫০০ টাকার নোট উদ্ধার করেছি।’ আরও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

   

এর আগে গত ৮ অগস্ট কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী লোকসভায় জানিয়েছিলেন, ২০১৬-১৭ অর্থবর্ষে ব্যাঙ্কিং ব্যবস্থায় যে জাল নোট ধরা পড়েছে, তার মূল্য ২০২১-২২ সালে ৪৩.৪৭ কোটি টাকা থেকে কমে হয়েছে ৮.২৬ কোটি টাকা। অর্থাৎ প্রায় ৮০ শতাংশ কমেছে।