Purba Bardhaman: জেলবন্দি অনুব্রতর ডানা ছাঁটল তৃণমূল, অজয় নদ পারের দায়িত্ব শেষ

আন্তর্জাতিক গোরু পাচার তদন্তে জেলবন্দি তৃণমূল কংগ্রেস বীরভূম জেলা সভাপতি নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। প্রবল বিতর্কে শাসকদল। বিতর্ক এড়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কেষ্টর ক্ষমতা…

আন্তর্জাতিক গোরু পাচার তদন্তে জেলবন্দি তৃণমূল কংগ্রেস বীরভূম জেলা সভাপতি নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। প্রবল বিতর্কে শাসকদল। বিতর্ক এড়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কেষ্টর ক্ষমতা খর্ব করা হল তৃণমূলের (TMC) তরফে। টিএমসি সূত্রে খবর, বীরভূমের পাশাপাশি অজয় নদ তীর্রবর্তী পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) তিনটি বিধানসভার দায়িত্ব থেকে তাকে সরানো হয়েছে।

পূর্ব বর্ধমানের এই তিনটি বিধানসভা কেন্দ্র কেতুগ্রাম, আউসগ্রাম, মঙ্গলকোটের দায়িত্ব থেকে অনুব্রত মণ্ডলকে সরিয়ে দেওয়া হয়েছে। অনুব্রতর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে পূর্ব বর্ধমানের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ও কাটেয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে। জানিয়েছেন তৃণমূল কংগ্রেস জেলা মুখপাত্র দেবু টুডু।

   

বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে নিজের অফিসে পূর্ব বর্ধমান জেলার প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকেই ঠিক হয়েছে এবার থেকে অনুব্রতর হাতে থাকা আউশগ্রাম, মঙ্গলকোট আর কেতুগ্রাম দেখবেন স্থানীয় নেতৃত্ব। এর আগে বীরভূমের পাশাপাশি ওই তিনটি এলাকার সাংগঠনিক কাজকর্ম দেখাশোনা করতেন অনুব্রত।

গোরু পাচার মামলায় পশ্চিম বর্ধমানের আসানসোল বিশেষ সংশোধনাগারে রাখা হয়েছে অনুব্রত মণ্ডলকে। এই জেলেই আছে বিপুল সম্পত্তির মালিক অনুব্রতরই দেহরক্ষী সায়গল হোসেন। রাজ্য পুলিশ থেকে দেহরক্ষীর কাজে নিযুক্ত ছিল সায়গল।