অপেক্ষা আর কিছু দিনের, রোববার সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের ডার্বি ম্যাচে (Kolkata Derby) মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান । ইতিমধ্যে সেই ম্যাচের টিকিট সংগ্রহ করাকে কেন্দ্র করে ফুটবল সমর্থক’দের মনে উন্মাদনা একেবারে অন্য পর্যায়ে পৌঁছেছে ।
এরমাঝে সবুজ মেরুন তাঁবু থেকে নোটিশ জারি করে জানানো হয়েছে ২৬ শে আগষ্ট (শুক্রবার ) মোহনবাগান ক্লাবের টিকিট কাউন্টার থেকে ডার্বির টিকিট বিক্রি শুরু হবে । বেলা ১২ টা শুরু হবে টিকিট বিক্রি, চলবে যতো সময় অবধি টিকিট থাকবে । একজন দুটোই টিকিট সংগ্রহ করতে পারবে । টিকিট মূল্য ৫০ এবং ১০০টাকা ।
প্রসঙ্গত, বুধবার মুম্বই সিটি এফসি’র সাথে ১-১ গোলে ড্র করার পর সবুজ মেরুন শিবিরের ডুরান্ডের পরবর্তী রাউন্ডে যাওয়াটা একপ্রকার অসম্ভব হয়ে পরেছে ।এইরকম একটা পরিস্থিতির মাঝে সবুজ মেরূন সমর্থক’দের টিকিট সংগ্রহ করতে কেমন উৎসাহ থাকে এখন নজর থাকবে সেই দিকে ।