ইডি-সিবিআইয়ে জেরবার মমতা বাজিয়ে দিলেন পুজোর ঘণ্টা

আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি পুজো আসতে। এদিকে এরই মাঝে সোমবার দুর্গাপুজো নিয়ে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।…

ইডি-সিবিআইয়ে জেরবার মমতা বাজিয়ে দিলেন পুজোর ঘণ্টা

আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি পুজো আসতে। এদিকে এরই মাঝে সোমবার দুর্গাপুজো নিয়ে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Advertisements

এদিন তিনি বলেন, ‘অনেকেই বলেন কলকাতায় দুর্গাপুজো হয় না। ৪৩ হাজার নথিভুক্ত পুজো কমিটি আছে। এবারেও পুজো দেখতে বিদেশ থেকে টিম আসবে। UNESCO-কে ধন্যবাদ জানিয়ে মিছিল হবে। একদম কালারফুল মিছিল হবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই মিছিল হবে জোড়াসাঁকো থেকে। শেষ হবে রানী রাসমণি রোড হয়ে ধর্মতলায়। দুপুর ২টো থেকে মিছিল হবে। রঙিন পোশাক, ছাতা নিয়ে মিছিল হবে। স্কুলের ১০ হাজার পড়ুয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। দুর্গার কাঠামো দিয়ে ব্যানার বানানো হবে।’

Advertisements
   

এদিন জেলাশাসকদের মমতা আরো বলেন, ‘কলকাতার মতো জেলাতেও হবে এই মিছিল। এবার পুজো কার্নিভাল হবে। ৮ অক্টোবর এই কার্নিভাল হবে। বিসর্জন হবে ৫ থেকে ৮ অক্টোবরের মধ্যে। সকলকেই বলছি, পুজো করুন কিন্তু বিশৃঙ্খলা করবেন না।’