AIFF: সই নকলে বাতিল দু’জন প্রেসিডেন্ট প্রার্থী

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) আসন্ন নির্বাচনের প্রেসিডেন্ট পদে মনোনয়ন পত্র জমা দেওয়া দু’জনের মনোনয়ন পত্র বাতিল হয়ে গেল। কারণ তাদের বিরুদ্ধে অভিযোগ সই জাল করার!…

Football

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) আসন্ন নির্বাচনের প্রেসিডেন্ট পদে মনোনয়ন পত্র জমা দেওয়া দু’জনের মনোনয়ন পত্র বাতিল হয়ে গেল। কারণ তাদের বিরুদ্ধে অভিযোগ সই জাল করার! দু’জনের একজন ভালাঙ্কা আলেমাও, গোয়ার শীর্ষ ফুটবল কর্তা চার্চিল আলেমাওয়ের মেয়ে। আর একজন মানবেন্দ্র সিং।

ফেডারেশন সূত্রে জানা গিয়েছে, ভালাঙ্কা আলেমাওয়ের সেকেন্ডার হিসেবে যে অমিত খেমানি সই করেছিলেন তিনি ই-মেল করে রিটার্নিং অফিসারকে জানিয়েছেন, দেশের বাইরে আছেন তিনি, তাই প্রোপোজার হিসেবে কোথাও তিনি সই করেননি। খেমানির দাবি, তার সই জাল করা হয়েছে এবং এই বিষয়ে তদন্তের দাবি করেছেন তিনি। একই কারণে মানবেন্দ্র সিংয়ের সইও বাতিল হয়ে গিয়েছে। এখন সভাপতির পদে প্রতিন্দ্বন্দ্বিতা করছেন পাঁচ জন। যার মধ্যে রয়েছেন দুই ফুটবলার, ভাইচুং ভুটিয়া এবং কল্যাণ চৌবে।

আজ সোমবার, সুপ্রিম কোর্টের নির্বাচন নিয়ে রায় দেওয়ার কথা। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ফিফার শর্ত মেনে নিয়েছে। তারা সুপ্রিম কোর্টকে জানিয়ে দিয়েছে কোর্ট নিযুক্ত তিন সদস্যের সিওএ-র কোনও অস্তিত্ব আর থাকবে না। একইসঙ্গে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের সিদ্ধান্ত ফিফার নির্দেশ মেনে প্রাক্তন ফুটবলারদের ভোটাধিকারও থাকবে না নিরবাচনে। রাজ্য ফুটবল সংস্থাগুলোর ভোটেই সম্পন্ন হবে নির্বাচন। প্রসঙ্গত তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জন্যই ফেডারেশনকে নির্বাসিত করেছে ফিফা।