এসএসসিকাণ্ডে (SSC scam) সিবিআই হেফাজতে দুই প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহা। সোমবার এই দুজনের হেফাজতের সময়সীমা শেষ। যদিও সাক্ষীদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে দুজনের বিরুদ্ধে, ফলে সিবিআইয়ের আবেদনে সাড়া দিয়ে আদালত আগামী বুধবার অবধি দুই জনকে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
সোমবার আদালতের কাছে শান্তিপ্রসাদের আইনজীবীর তরফে জানানো হয়, দুর্নীতি সংক্রান্ত সব তথ্যই যদি বাগ কমিটির কাছ থেকে সিবিআই পেয়ে থাকে, তবে নতুন করে সিবিআই হেফাজতে তাঁর মক্কেলকে রাখার প্রয়োজন পড়ছে কেন? পাল্টা সিবিআইয়ের আইনজীবীর তরফে জানানো হয়, তদন্ত চলাকালীন একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহা।
দুই জনকে পুনরায় হেফাজতে নেওয়ার জন্য সিবিআইয়ের আইনজীবীর যুক্তি ছিল, বাগ কমিটির রিপোর্টে প্রধান অভিযুক্ত শান্তিপ্রসাদ। তাঁদের হেফাজতে নেওয়ার আগেই বারবার প্রভাবিত করার চেষ্টা করছেন তিনি। নিয়োগ দুর্নীতির বৃহত্তর ষড়যন্ত্রের কিনারা করতে তাঁদের হেফাজতে নেওয়া প্রয়োজন বলে মনে করেছে সিবিআই।