‘CBI সেটিং’ মন্তব্যে মোদী অস্বস্তিতে, দিলীপ ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে বিজেপি

সিবিআই (CBI) বাংলায় সেটিং করেছিল। এমন মন্তব্য করার পর থেকে বিজেপি (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) প্রবল বিতর্কে। কেন্দ্রের মোদী সরকার বিব্রত।…

সিবিআই (CBI) বাংলায় সেটিং করেছিল। এমন মন্তব্য করার পর থেকে বিজেপি (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) প্রবল বিতর্কে। কেন্দ্রের মোদী সরকার বিব্রত। তবে দিলীপ নিজ মন্তব্যে অনড়। তাঁর বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নিতে চলেছে বিজেপি।

সূত্রের খবর, সিবিআইকে উদ্দেশ্য করে কী মন্তব্য করেছেন দিলীপ ঘোষ? সেই মন্তব্য পুরোটা জানতে চেয়েছে দীনদয়াল উপাধ্যায় মার্গের নেতারা। দিলীপ ঘোষের বক্তব্যের রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই রিপোর্টের পরেই তিনি সিদ্ধান্ত নেবেন। সেই মতো পদক্ষেপ নেবে বিজেপি। দিলীগ ঘোষ দলের সহ সভাপতি তাই বিজেপির বিড়ম্বনা প্রবল।

   

রবিবার সাংসদ দিলীপ ঘোষ বলেছিলেন, তিনি বলেন, গত কয়েকবছর ধরে বাংলায় সিবিআইয়ের সঙ্গে সেটিং করা হয়েছিল। অর্থমন্ত্রক বুঝতে পেরে ইডিকে পাঠিয়েছে। যাঁরা সেটিং করেছেন, তাঁরা এখন বলছেন ইডি কেন? কারণ এই কুকুরটা পোষ মানবে না, কামড়াবে। তবে অসুখ অনুযায়ী ওষুধ কম হয়ে যাচ্ছে।

বিতর্কের মাঝে দিলীপ ঘোষ সোমবার বলেন, সিবিআই কার, তাতে আমার কিছু যায় আসে না। বিজেপির ৬০ জন কর্মীকে হত্যা করা হয়েছে। কতজনকে সাজা দিয়েছে সিবিআই? দেশের অন্যতম বিশ্বস্ত সংস্থা সিবিআই। আমরাও তাদের বিশ্বাস করেছিলাম। কিন্তু ন্যায় মেলেনি। ইডির ওপর আস্থা রেখে দিলীপ ঘোষের মন্তব্য, সবথেকে বিশ্বস্ত এজেন্সি হিসেবে ইডি নিজেদের প্রমাণ করেছে।

কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে বারবার অভিযোগ ওঠে সিবিআইকে বেছে বেছে বিরোধীদের বিরুদ্ধে কোনও তদন্তে নামানোর। দিলীগ ঘোষের মন্তব্যের পর তৃণমূল কংগ্রেসের তরফে কটাক্ষ, শুভেন্দু অধিকারী বিজেপিতে থাকার তার বিরুদ্ধে নারদা তদন্ত হয়না। সিপিআইএম সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের কটাক্ষ, নারদা মামলায় কেন সিবিআই সক্রিয় নয়।