সবেমাত্র পাটলিপুত্রের (Bihar) রাজনীতিতে বদল এসেছে। তার পরেই হামলা চলল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) কনভয়ের ওপর। তবে রবিবার কনভয়ে উপস্থিত ছিলেন না মুখ্যমন্ত্রী। প্রাণে বেঁচে যান তিনি। কিন্তু প্রত্যেকটি গাড়ির কাঁচ পাথর দিয়ে ভেঙে দেওয়া হয়।
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, রবিবার বলেন বিকেলে পাটনায় নীতীশ কুমারের কনভয় লক্ষ্য করে হামলা চালায় কিছু অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি। স্থানীয় সূত্রে খবর, সপ্তাহ খানেক আগে বেউরে একটি যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। তাই পাটনার গৌরিচকে রাস্তা অবরোধ করে আম জনতা৷ সেই সময়েই নীতীশ কুমারের কনভয় ওই এলাকায় ঢুকতেই হামলা চালানো হয়৷
আগামীকাক গয়া যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। সেই উদ্দেশ্যে রওনা দিয়েছিল কনভয়৷ তার আগে হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ওই এলাকার নিরাপত্তা ইতিমধ্যেই বাড়ানো হয়েছে৷
কিছুদিন আগেই বিহারে বিজেপির সঙ্গে সম্পর্ক চুকিয়ে আরজেডির সঙ্গে সরকার গঠন করে নীতীশ কুমারের জেডিইউ৷ মনে করা হচ্ছিল ২০২৪ সালে বিরোধী জোটের মুখ হতে পারেন তিনি৷ রবিবার সেই জল্পনা বাড়িয়ে তেজস্বী যাদবের দাবি ছিল, যদি বিরোধীরা মনে করে তাহলে নীতীশ কুমার আগামী দিনে একজন শক্তিশালী প্রার্থী হতে পারেন৷ সেই ঘটনার কিছু পরেই চলল হামলা।
ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। যদিও ঘটনার পিছনে বিজেপির ষড়যন্ত্র দেখছে শাসক পক্ষ।