Durand Cup: মুম্বই ম্যাচের আগে বড় ঘোষণা ATK মোহনবাগানের

গত শনিবার চলতি ডুরান্ড কাপের (Durand Cup) প্রথম ম্যাচে বিশ্রীভাবে হারের মুখ দেখেছে ATK মোহনবাগান, রাজস্থান ইউনাইটেড এফসির বিরুদ্ধে। যুবভারতী ক্রীড়াঙ্গনে ৩-২ গোলে হেরে গিয়েছে…

atk mohun bagan ,footballer,practice, football

গত শনিবার চলতি ডুরান্ড কাপের (Durand Cup) প্রথম ম্যাচে বিশ্রীভাবে হারের মুখ দেখেছে ATK মোহনবাগান, রাজস্থান ইউনাইটেড এফসির বিরুদ্ধে। যুবভারতী ক্রীড়াঙ্গনে ৩-২ গোলে হেরে গিয়েছে প্রীতম কোটালরা। তবে পিছন ফিরে তাকাতে নারাজ হুয়ান ফেরান্দোর ছেলেরা। পরের ম্যাচে প্রতিপক্ষের বিরুদ্ধে গুটি সাজানোর লক্ষ্যে অবিচল ফেরান্দোর এন্ড হিজ কোম্পানি। সবুজ মেরুন শিবিরের পরের ম্যাচ মুম্বই সিটি এফসির বিরুদ্ধে, ২৪ আগস্ট সন্ধ্যে ছটায়। এরই মধ্যে রবিবার প্রেস বিবৃতি প্রকাশ করেছে মোহনবাগান।

ওই প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ২৪ আগস্ট মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচের জন্য আগাম দুদিন টিকিট দেওয়া হবে। ২২ আগস্ট দুপুর ৩ টে থেকে সন্ধ্যে ৭ টা এবং ২৩ তারিখ বেলা ১২ টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত টিকিট দেওয়া হবে, ক্লাব প্রাঙ্গণ থেকে।সঙ্গে আরও বলা, হয়েছে, টিকিট ৫০ এবং ১০০ টাকার পাওয়া যাবে।

রবিবার ATK মোহনবাগান টুইট পোস্ট করেছে সমর্থকদের উদ্দ্যেশে, “আমরা আরেকদিন লড়াই করার জন্য একসাথে দাঁড়াবো।
#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon”

প্রকৃতপক্ষে, ডুরান্ডে হুয়ান ফেরান্দো ছেলেদের কাছে মুম্বই সিটি এফসি ম্যাচ টুর্নামেন্টে ঘুরে দাড়ানোর লড়াই, অনেকটাই “ডু অর ডাই” ম্যাচ সিচুয়েশন। কেননা, মুম্বই ম্যাচের পরে ২৮ আগস্ট ডুরান্ড কাপে “হাই প্রেসার গেম” মহাডার্বি ম্যাচ রয়েছে। এই ম্যাচের আগে প্রীতম কোটাল,শুভাশিস বোস,জনি কাউকো, কিয়ান নাসিরিরা উইনিং ট্র‍্যাকে ফিরে আসতে মারণকামড় বসাবে এমন প্রত্যাশা মোটেও অমূলক নয় সবুজ মেরুন জনতার কাছে। এমন আবহে

মরুঝড়ে উথালপাতাল পালতোলা নৌকো এখন প্রতিকূল হাওয়ার বেগ সামলে কিভাবে জয়ের স্রোতে ফিরে আসে তা নিয়েই চুলচেরা বিশ্লেষণে মশগুল সবুজ মেরুন জনতা।