সেপ্টেম্বর মাসে ভারতের মহিলা ক্রিকেট দল ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলবে। শনিবার ভারতের মহিলা ক্রিকেট দলের জোরে বোলার ঝুলন গোস্বামী (Jhulan Goswami) জানিয়েছেন যে, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলার পর বাইশ গজ থেকে অবসর নেবেন।
দীর্ঘ দু’দশক ধরে ভারতীয় মহিলা ক্রিকেট দলের পেস আক্রমণের মুখ ছিলেন ঝুলন। ৩৯ বছরের ভারতীয় এই পেস বোলারকে শেষবার বল হাতে বাইশ গজে হাত ঘোরাতে দেখা গিয়েছিল চলতি বছরে মহিলাদের একদিবসীয় বিশ্বকাপ আসরে।
ক্রিকেটার ঝুলন গোস্বামী নিজের অবসর প্রসঙ্গে বলেন,তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ ওডিআই ম্যাচের পর। প্রসঙ্গত, শেষ ওয়ানডে ম্যাচ হবে লর্ডসে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত তিন ম্যাচের ওডিআই এবং সম সংখ্যক টি -২০ সিরিজ খেলবে।চলতি বছরের ১০ সেপ্টেম্বর থেকে এই সিরিজ শুরু হবে। ২৪ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত শেষ ওডিআই ম্যাচ খেলবে।এই ম্যাচ খেলেই ভারতীয় পেস বোলার ঝুলন গোস্বামী আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নেবেন।
কাকতালীয় ভাবে, ২০০২ সালে এই ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১৯ বছর বয়সে ভারতীয় সিমার ঝুলন গোস্বামীর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল। নিজের লম্বা ক্রিকেট কেরিয়ারে ঝুলন ১২ টেস্ট, ২০১ একদিনের ম্যাচ এবং ৬৮ টি-২০ ম্যাচ খেলেছেন ভারতের হয়ে।মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে সফল বোলার হলেন ঝুলন গোস্বামী মোট ৩৬২ টি উইকেট ঝুলনের ঝুলিতে,এর মধ্যে ২৫২ টি উইকেট এসেছে একদিনের ক্রিকেট থেকে।
ইতিমধ্যেই ঝুলন গোস্বামী ২০১৮ সালে টি টোয়েন্টি এবং গত বছর অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ খেলে এই দুই ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন।
এখানে উল্লেখ্য যে,ঝুলন গোস্বামী এর আগে ফিটনেস সমস্যার কারণে ভারতের সীমিত ওভারের ক্রিকেটে শ্রীলঙ্কা সফর মিস করেন। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতের মহিলা ক্রিকেট টিম ঝুলনের অনুপস্থিতিতে ৩-০ ব্যবধানে শ্রীলংকাকে হারিয়ে সিরিজ জয় করে।