Partha Chatterjee: ‘দলের সঙ্গে আছি’ জেলবন্দি পার্থর বার্তায় তৃণমূল অস্বস্তিতে

কোটি কোটি কালো টাকার লেনদেন সহ ঘনিষ্ঠ বান্ধবীর সঙ্গে একাধিক ভুয়ো সংস্থা ও বাগানবাড়িতে পার্থ চট্টোপাধ্যায়ের অংশীদারীর তদন্তে নেমে নিয়োগ দুর্নীতির জট ছাড়াতে মরিয়া ইডি।…

কোটি কোটি কালো টাকার লেনদেন সহ ঘনিষ্ঠ বান্ধবীর সঙ্গে একাধিক ভুয়ো সংস্থা ও বাগানবাড়িতে পার্থ চট্টোপাধ্যায়ের অংশীদারীর তদন্তে নেমে নিয়োগ দুর্নীতির জট ছাড়াতে মরিয়া ইডি। ঝাড়খন্ডেও মিলেছে পার্থর (Partha Chatterjee) বিপুল টাকার সন্ধান। ঠিক এই সময়েই তিনি বললেন দলের (TMC) সঙ্গে আছি। প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের রাজনৈতিক বার্তায় প্রবল বিড়ম্বনা়য় শাসকদল।

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতারের পর তৃণমূল কংগ্রেস নেত্রীর নির্দেশে দলীয় মহাসচিব পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়। শনিবার এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য এসে দলের প্রতি আনুগত্যের বার্তা দিলেন পার্থ চট্টোপাধ্যায়। জানালেন, দলের সঙ্গে ছিলাম, দলের সঙ্গে রয়েছি। এর পরেই প্রশ্ন ঝেড়ে ফেলা পার্থ তৃণমূলের গলার কাঁটা হবেন?

তৃণমূল কংগ্রেস নতুন তৃণমূল হবে এমনই বার্তা এসেছে দলটির সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে। আর দলনেত্রী মমতার ঘনিষ্ঠ পার্থবাবুর সঙ্গে অভিষেকের ঠাণ্ডা লড়াই নিয়ে যে চর্চা চলছিল তার পালে হাওয়ায় দিল শনিবার এসএসকেএম থেকে করা পার্থর মন্তব্য।

এর আগে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা ছিল, আমি চাই সময়ের মধ্যে সত্যির বিচার হোক। সত্যিটা দোষী কেউ প্রমাণিত হয়, তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আমার কিছু মনে করব না। আর পার্থ বলেছিলেন সব ষড়যন্ত্র। সময়ে সব বলব।

নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হেফাজতে রয়েছেন পার্থ। নজরে রয়েছে তৃণমূলের একাধিক নেতা ও প্রাক্তন উপদেষ্টা কমিটির সদস্যরা। পার্থকে সমস্ত পদ থেকে অপসারণের দাবিতে কখনও সরব হয়েছেন কুণাল ঘোষ। আবার কখনও ক্যান্সার বলে কটাক্ষ করেছেন তৃণমূলের নেতারা। এখন পার্থর এই মন্তব্যে তৃণমূলের অস্বস্তি বাড়ছে।

 

উল্লেখ্য, ১৮ তারিখের পর পার্থ চট্টোপাধ্যায়কে ফের ১৪ দিনের হেফাজতে নিয়েছে ইডি। কিন্তু জেলে তার শরীরে বেড়েছে ক্রিয়েটিনিনের মাত্রা। কমেছে হিমোগ্লোবিন। তাই এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। শরীর ভালো নেই, জানান পার্থ নিজেই।