শেষ দু’বছর আয়েশের ভালো পারফরম্যান্স করতে পারিনি ইস্টবেঙ্গল। এবার দলের দায়িত্বে এসেছেন প্রাক্তন ভারতীয় কোচ স্টিফেন কনস্টানটাইন। অনেকেই মনে করছেন এবার দল ভালো খেলবে লাল-হলুদ। কিন্তু দল কতটা ভালো খেলবে এই বিষয়ে দনোমনো অবস্থায় রয়েছেন প্রাক্তন ভারতীয় ফুটবলার মানস ভট্টাচার্য (Manas Bhattacharya)। তিনি মনে করছেন যতক্ষণ না দলটা মাঠে নেমে পারফরম্যান্স করে, কেমন পারফরম্যান্স করে তার উপর অনেক কিছু নির্ভর করছে।
এই দলটা কতটা ভালো ফুটবল খেলবে এই বিষয়ে প্রশ্ন করা হলে মানস বলেন, ‘বড় কোচ নিয়ে কি হবে? কোচ তো আর মাঠে নেমে ফুটবল খেলবে না । যতক্ষণ না দলটা তৈরি হচ্ছে, দলে কেমন বিদেশি হচ্ছে , শুধু বিদেশি নিলে তো হবে না ভালো মানের বিদেশি দরকার। যারা আইএসএলের মত প্রতিযোগিতায় ভালো ফুটবল খেলতে পারবে।
মাঠে নেমে দলটা কতটা ভালো ফুটবল খেলছে তারপরই বোঝা যাবে এবার ইস্টবেঙ্গল কতটা ভালো পারফরম্যান্স করবে। তাই মাঠে যতক্ষণ না বল গড়াচ্ছে কোনও মন্তব্য করতে চাইনা। পাশাপাশি দলটা এখনও তৈরি হয়নি।’
এই প্রসঙ্গে তিনি আরও বলেন,‘ গত দুবছর ইস্টবেঙ্গল কর্তারা দল গঠন করতে পারেনি। এবার অবশ্য আগে থেকেই সজাগ ছিলেন তারা। তাই দল গঠন শুরু করে দিয়েছেন। আমার মনে হয় গত দুবারের থেকে এবার ভালো খেলবে ইস্টবেঙ্গল ।কিন্তু এটা শুধুই অনুমান যতক্ষণ না মাঠে বল গড়াচ্ছে কিচ্ছু বলা যায় না। তাই আগাম মন্তব্য করা ঠিক হবে না। এটা সময়ই বলবে।’