Sports News : খেলা হল না, তাসখন্দ থেকে ফিরে আসছে ভারতীয় দল

Sports News: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে পৌঁছল আরও একটা চিঠি। প্রেরক – এএফসি। আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলা হবে না ভারতীয় দলের। এএফসি মহিলাদের ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলার…

Gokulam Kerala women's team have to return to India

Sports News: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে পৌঁছল আরও একটা চিঠি। প্রেরক – এএফসি। আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলা হবে না ভারতীয় দলের।

এএফসি মহিলাদের ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলার জন্য বিদেশ সফরে ছিল গোকুলাম কেরালা। ১৬ আগস্ট তাসখন্দে পৌঁছে গিয়েছিল তারা। দলের সঙ্গে ছিলেন কর্তারা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য দলও তখন তাসখন্দে।

   

গোকুলাম ফুটবল ক্লাবের মহিলা দল যখন ভারত ছেড়েছিল, তখনও বোঝা যায়নি ভারতীয় ফুটবলের জন্য একটা কালো দিন অপেক্ষা করে রয়েছে। ফিফার শাস্তির কোপে পড়েছে ভারত। ব্যান না ওঠা পর্যন্ত আন্তর্জাতিক কোনো ম্যাচেই নামতে পারবে না ভারতের জাতীয় দল, কিংবা ভারতীয় কোনো ক্লাব। তাসখন্দে পৌঁছনোর পরেও তাই আর খেলা হচ্ছে না দক্ষিণ ভারতীয় দলটির।

শেষ পাওয়া খবর অনুযায়ী, ১৬ আগস্ট তাসখন্দে অন্যান্য দলগুলোর সঙ্গে ছিল গোকুলাম। পরের দিন কোয়ারসি যাওয়ার কথা ছিল তাদের। তার আগেই ভারতে এএফসির চিঠি – এএফসি মহিলাদের ক্লাব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার জন্য গোকুলাম আর কোনোভাবেই যোগ্য দাবিদার নয়।