CFL : ধোপে টিকল না ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচের পরিকল্পনা

ম্যাচ (CFL) শুরু হতে না হতেই গোল। ওখানেই ওলটপালট হয়ে গিয়েছিল পরিকল্পনা। দিনের শুরুর মতো, শেষটাও হল মনের মতো। Advertisements ম্যাচ ছিল রেলওয়ে ফুটবল ক্লাব…

tribal-footballer

ম্যাচ (CFL) শুরু হতে না হতেই গোল। ওখানেই ওলটপালট হয়ে গিয়েছিল পরিকল্পনা। দিনের শুরুর মতো, শেষটাও হল মনের মতো।

Advertisements

ম্যাচ ছিল রেলওয়ে ফুটবল ক্লাব বনাম ক্যালকাটা কাস্টমসের। ম্যাচ শুরু হওয়ার ২ মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে গিয়েছিল রেলওয়ে। গোল করতে ভুল করেননি চাবালা। কাস্টমসের বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে যায় রেলওয়ে। 

   

বিরতি পর্যন্ত দুই দলই তুল্যমূল্য লড়াই দিয়েছিল। ব্যবধান ঘোচানোর চেষ্টা করেছিল ক্যালকাটা কাস্টমস। কিন্তু চেষ্টা করলেও কাজের কাজটি তারা করতে পারেনি। যার ফলে এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে সাজঘরে ফিরেছে বিশ্বজিৎ ভট্টাচার্যর ক্যালকাটা কাস্টমস।

Advertisements

বিরতি শেষ হওয়ার পরেই আবার গোল। এবারেও সেই রেলওয়ে ফুটবল ক্লাব। ব্যবধান দ্বিগুণ করেন বিক্রম প্রধান। ৭২ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন শ্রীকুমার। এরপর আর কোনো পক্ষই গোল করতে পারেনি। 

প্রায় মাস দুই আগে অনুশীলন শুরু করে দিয়েছিল ক্যালকাটা কাস্টমস। ভালো মাঠ বেছে নিয়ে চলছে অনুশীলন। জুনিয়র, সিনিয়র নিয়ে স্কোয়াড গড়া হয়েছে। রয়েছেন দারুণ প্রতিভাধর ফুটবলার। কিন্তু মাঠে এখনও তার প্রতিফলন সেই অর্থে দেখা যায়নি।