আর মাত্র কয়েকদিনের মাথায় 5G মোবাইল সার্ভিস লঞ্চ করতে চলেছে বলে খবর। আগস্ট মাসেই ৫জি পরিষেবা শুরু করতে চলেছে এয়ারটেল ৷
সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে ভারতী এয়ারটেল দেশের সমস্ত শহর ও প্রধান গ্রামাঞ্চলে ফাইভ-জি মোবাইল পরিষেবা চালু করবে ৷
এয়ারটেলের এমডি সিইও গোপাল ভিত্তল বলেছেন যে এয়ারটেল আগস্ট মাসেই ৫জি পরিষেবা চালু করতে চলেছে এবং ২০২৪ সালের মার্চ ের মধ্যে দেশের প্রধান শহর এবং গ্রামাঞ্চলে ৫জি পরিষেবা চালু করবে। তিনি বলেন, দেশের ৫ হাজার শহরের জন্য রোলআউট পরিকল্পনা প্রস্তুত রয়েছে। এবং এটি ইতিহাসের সবচেয়ে বড় রোলআউট হিসাবে প্রমাণিত হবে। এর আগে, তিনি বলেছেন যে এয়ারটেল তার গ্রাহকদের সেরা 5G সংযোগ প্রদানের জন্য বিশ্বের সেরা প্রযুক্তি অংশীদারদের সাথে কাজ করবে।
৫জি স্পেকট্রাম নিলামে ২২টি টেলিকম সার্কেলের জন্য বিড করা রিলায়েন্স জিও ২০২২ সালের ১৫ আগস্ট তাদের ৫জি মোবাইল পরিষেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে। সংস্থার তরফেও সেই ইঙ্গিত দেওয়া হয়েছে।