Kolkata Derby : শুরু হয়ে গিয়েছে মোহন-ইস্ট ম্যাচের টিকিট বিক্রি

Kolkata Derby: বেজে গেলো ডুরান্ড কাপের দামামা। আজ অর্থাৎ ৬ আগস্ট থেকে বিক্রি শুরু হয়ে গেল ডুরান্ড কাপের টিকিট। আজ থেকেই আপনি চাইলে অনলাইনে কেটে…

Kolkata Derby

Kolkata Derby: বেজে গেলো ডুরান্ড কাপের দামামা। আজ অর্থাৎ ৬ আগস্ট থেকে বিক্রি শুরু হয়ে গেল ডুরান্ড কাপের টিকিট। আজ থেকেই আপনি চাইলে অনলাইনে কেটে রাখতে পারেন ম্যাচের টিকিট। গ্রুপ এ ও গ্রুপ বি এর সমস্ত ম্যাচ আয়োজিত হবে সল্টলেক স্টেডিয়াম ও সন্তোষপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে।

Advertisements

অনলাইনে যদি টিকিট কাটতে চান তাহলে বুক মাই শো থেকে আপনারা কাটতে পারবেন। বুক মাই শো ওয়েবসাইটে গিয়ে সার্চ অপশনে ‘Durand Cup’ লিখলে ম্যাচগুলির তালিকা চলে আসবে। এরপর আপনার পছন্দ অনুযায়ী ম্যাচে গিয়ে সেখান থেকে টিকিট বুক করে নিন।

   

আপনাদের জানিয়ে রাখি টিকিটের দাম একদম সাধ্যের মধ্যেই রাখা হয়েছে। তবে করোনা পরবর্তী সময়ে সামান্য বেড়েছে টিকিটের দাম। শেষবার অর্থাৎ ২০১৯ সালে টিকিটের দাম ধার্য করা হয়েছিল ৫০-১৫০ টাকার মধ্যে। এবার তা সামান্য বাড়ানো হয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে ৫০, ১০০ ও ২০০ টাকার টিকিট ধার্য করা হয়েছে। অপরপক্ষে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে হওয়া ম্যাচগুলির টিকিট ৫০ ও ১০০ টাকায় পাওয়া যাচ্ছে।

Advertisements

আশা করা যায় স্টেডিয়ামের বক্স অফিস থেকে আপনারা টিকিট কাটতে পারবেন আগামী সপ্তাহ থেকে। আগামী ১৬ আগস্ট মহমেডান স্পোর্টিং ক্লাব বনাম এফসি গোয়ার ম্যাচ দিয়েই শুরু হবে এবারের ডুরান্ড কাপ। আগামী ২৮ আগস্ট আছে বড় ম্যাচ। ফের একবার যুবভারতী গমগম করে উঠবে ইস্টবেঙ্গল মোহনবাগান দ্বৈরথে। বলার অপেক্ষা রাখে না ইমামি ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ চরমে। ইস্টবেঙ্গল, এটিকে মোহনবাগান ও মহমেডান ম্যাচের টিকিট ইতিমধ্যেই বিপুল চাহিদায় রয়েছে। সুতরাং আর দেরি না করে টিকিট কেটে ফেলুন এরপরে কিন্তু আর টিকিট পাবেন না।