চাকরির নামে প্রতারণা, বেঁধে রাখা হল অভিযুক্ত তৃণমূল নেতার ছেলেকে

এসএসসি দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তাকে ইতিমধ্যে জেল হেফাজতে পাঠানো হয়েছে আদালতের নির্দেশে। এহেন ঘটনায় চরম অস্বস্তিতে শাসক শিবিরের। এবার…

এসএসসি দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তাকে ইতিমধ্যে জেল হেফাজতে পাঠানো হয়েছে আদালতের নির্দেশে। এহেন ঘটনায় চরম অস্বস্তিতে শাসক শিবিরের। এবার আবারও দুর্নীতিতে নাম জড়াল আরো এক শাসক দলের নেতারা। উঠল চাকরির নামে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ।

পূর্ব মেদিনীপুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত ওই তৃণমূল নেতার নাম শিবশঙ্কর নায়েক। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ভগবানপুর থানার বিরাট পুলিশ বাহিনী। শনিবার সকালে শিবশঙ্করের খোঁজে তাঁর বাড়িতে যান এক দল চাকরিপ্রার্থী। শিবশঙ্করের খোঁজ জানতে চাইলে তাঁর পরিবারের সঙ্গে বচসা শুরু হয় বলে খবর।

জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি ভগবানপুর এক নম্বর ব্লকের প্রাক্তন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ। কোটবাড় গ্রামের বাসিন্দা।

অভিযোগ উঠেছে, চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন ওই ব্যক্তি। কিন্তু এখন তাঁর খোঁজ নেই। এমনকি গত এক বছর ধরে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনও লাভ হয়নি।

এক অভিযোগকারীর বক্তব্য, ‘দীর্ঘ ৫ বছর ধরে বাকি টাকা আদায়ের জন্য ঘুরে বেড়াচ্ছেন। এখনও বহু লক্ষ টাকা এখনও পায়নি। এর পর উনি আমাকে ঘুরিয়ে যাচ্ছেন। ওঁকে ফোন করলে খুনের হুমকি দেন। বাড়িতে এলে কুকুর লেলিয়ে দেন।’ এদিন অভিযুক্তের ছেলে ও বউকে গাছে বেঁধে রাখার অভিযোগ উঠেছে।

যদিও এবিষয়ে দায় এড়াতে চায় তৃণমূল। জেলা তৃণমূল নেতৃত্বের বক্তব্য, যিনি টাকা নিয়েছেন, দায় তাঁর।