Kolkata School Football: দু’বছর পর ফের ‍‍‘বিংগো তেরে মেরে’ কলকাতা স্কুল ফুটবল লিগ

দু’বছর পর করোনা অতিমারি কাটিয়ে এবছর ফের অনুষ্ঠিত হল বিংগো তেরে মেরে কলকাতা স্কুল ফুটবল (Kolkata School Football) লিগ। দু’বছরের অন্তরালের পর এই টুর্নামেন্টের দ্বিতীয়…

Kolkata School Football

দু’বছর পর করোনা অতিমারি কাটিয়ে এবছর ফের অনুষ্ঠিত হল বিংগো তেরে মেরে কলকাতা স্কুল ফুটবল (Kolkata School Football) লিগ। দু’বছরের অন্তরালের পর এই টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণ অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে সংগঠিত হয়। কলকাতা-সহ বাংলার মোট ৩২টি স্কুল এই স্কুল ফুটবল লিগে অংশগ্রহণ করছে। বলাই বাহুল্য দুর্দান্ত হয়েছে টুর্নামেন্টটি। হাড্ডাহাড্ডি লড়াই করেছে সব দল। আইটিসি এবং স্পোর্টস কানেক্টর এর পৃষ্ঠপোষকতা করে৷

এবার চলে আসি ম্যাচের ফলাফল নিয়ে। গত বৃহস্পতিবার, অর্থাৎ ৪ আগস্ট প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মেট্রোপলিটন ইনস্টিটিউশনের মেন ক্যাম্পাস ও জেআরএস পাব্লিক স্কুল। ওই ম্যাচে প্রায় হাফ ডজন গোল করে জেআরএস পাবলিক স্কুল হারিয়ে দেয় মেট্রোপলিটন ইনস্টিটিউশনকে। সম্পূর্ণ ফলাফল ৬-১। ওই ম্যাচে জেআরএস পাবলিক স্কুলের পক্ষ থেকে একাই পাঁচ গোল করে সুমন দে, এবং একটি গোল করে সৌরিশ খোসো। এদিকে মেট্রোপলিটনের হয়ে গোল করে সৌরভ কোটাল। ম্যাচের সেরা হয় সৌরিশ খোসো, তার হাতে পুরষ্কার তুলে দেন প্রশান্ত ব্যানার্জি।

ওদিন টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় অলবানি পাব্লিক স্কুল ও কেন্দ্রীয় বিদ্যালয় ব্যারাকপুর। সেই ম্যাচে ৪-০ ফলে জেতে কেন্দ্রীয় বিদ্যালয়। কেন্দ্রীয় বিদ্যালয়-এর পক্ষ থেকে দুটি করে গোল করে রাহুল বাল্মীকি ও প্রীতম বড়ুয়া। তবে ম্যাচের সেরা হয় তাজার নালো। তার হাতে পুরষ্কার তুলে দেন অচিন্ত্য বেলেল।গতকাল শুক্রবার, অর্থাৎ ৫ আগস্ট প্রথম ম্যাচটি খেলতেই আসেনি ব্যারাকপুরের আর্মি পাব্লিক স্কুল। স্বভাবতই ওয়াকওভার পেয়ে যায় প্রতিপক্ষ যাদবপুর এনকে পাল আদর্শ শিক্ষায়তন। দুপুর সোয়া দুটো পর্যন্ত দেখা হয়েছিল কিন্তু আর্মি স্কুল না আসায় ওয়াকওভার দিয়ে দেওয়া হয়। ফলত ওয়াকওভার পেয়ে জিতে যায় এনকে পাল।

তবে এখনো পর্যন্ত টুর্নামেন্টের সেরা ম্যাচ দেখা যায় ঠিক এর পরেই। একদম হাড্ডাহাড্ডি লড়াই হয় ডিপিএস রুবি পার্ক এবং সল্টলেক স্কুলের (ইংলিশ) মধ্যে। ম্যাচ এতটাই হাড্ডাহাড্ডি হয় যে খেলা শেষ পর্যন্ত শেষ অবধি টাইব্রেকারে গড়ায়। যেখানে ৪-৩ গোলে ম্যাচ পকেটে পোরে সল্টলেক স্কুল। এই খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হয় সল্টলেক স্কুলের শ্রেয়স দ্বিবেদী। তার হাতে পুরস্কার তুলে দেন নাসির আহমেদ।